ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরুণ পেসার মুস্তাফিজুর রহমান

‘আমার সেরাটা দেয়ার চেষ্টা করব’

প্রকাশিত: ০৪:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৬

‘আমার সেরাটা দেয়ার চেষ্টা করব’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দলের পেস আক্রমণে এখন সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। দেশের ‘কাটার’ মাস্টারও এখন তাকে বলা হয়। সেই মুস্তাফিজ এবার প্রথমবারের মতো খেলছেন কোন টুর্নামেন্টে। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে এবার খেলবেন তিনি। ইনজুরি সমস্যায় শুরুতে মুস্তাফিজকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তা দূর হয়ে গেছে। মুস্তাফিজ তাই প্রথম টুর্নামেন্টেই সেরাটা দেয়ার চেষ্টার কথা বলেছেন। এশিয়া কাপের জন্য শনিবার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনে জিম সেশন শেষে মুস্তাফিজ জানিয়েছেন, ‘এশিয়া কাপ খেলি নাই। এটাই প্রথম। দলে রাখার জন্য কোচ-সিলেক্টরদের ধন্যবাদ। আমাকে যেহেতু রাখছে, চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার।’ ২০১২ সালেও দেশের মাটিতে এশিয়া কাপ হয়েছে। কিন্তু মুস্তাফিজ তখন জাতীয় দলেই ছিলেন না। নেট বোলার ছিলেন। নিজেই তা জানালেন, ‘ওই সময় (২০১২ সালে) আমি ঢাকাতেই পেস ফাউন্ডেশন ক্যাম্পে ছিলাম। আমি বাংলাদেশ দলের নেটেও বোলিং করেছি। মামার বাসায় ছিলাম।’ তখন খেলতে না পেরে নেট বোলার হিসেবে বল করে খারাপই লেগেছিল মুস্তাফিজের। তবে এরচেয়েও বেশি খারাপ লেগেছে ২০১২ সালে ফাইনালে খেলে মাত্র ২ রানের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। নিজেই বললেন, ‘দেশের খেলা। হারলে তো খারাপ লাগবে।’ গতবছর টি২০ দিয়েই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে এপ্রিলে অভিষেক হয় তার। অভিষেক থেকে এখন পর্যন্ত মাতিয়েই চলেছেন। ৭ টি২০ খেলে ১০টি উইকেট নিয়েছেন। বল হাতে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জ্বলেছেন। সেই সঙ্গে বাংলাদেশও এ তিন দলের বিপক্ষেই সিরিজে জিতেছে। ২০১৫ সালটি রাঙিয়ে তুলেছে। ভারতের সঙ্গে আবার এশিয়া কাপে খেলা। ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপের উদ্বোধনী দিনেই সেই খেলা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে ওয়ানডেতে ৯ ম্যাচেই ২৬ উইকেট নেয়া মুস্তাফিজের। সেই মুস্তাফিজ এবার চান, ‘আবার ভারত, ঠিক আছে। সব একই কথা। আমাকে সুযোগ দিলে আমি সেরাটা খেলবো।’ এশিয়া কাপে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানাতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘লক্ষ্য নাই। সব সময় যে রকম, এবারও সে রকম চেষ্টা করবো।’ সঙ্গে যোগ করেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পর খুলনা ও চট্টগ্রামে অনুশীলন ছিল। সবকিছু ঠিক আছে। আশাকরি সামনে ভাল কিছু হবে।’ নিচের সারিতে ব্যাটিং করেন মুস্তাফিজ। তাদের ব্যাটিং নিয়ে ভাল চিন্তা হচ্ছে। মুস্তাফিজ ব্যাটিংটাও ভাল করতে চান, ‘সবাই চেষ্টা করবে। দলের প্রয়োজন হলে...। কি করলে কি হবে, সেটা চেষ্টা করবে।’ ইনজুরির সমস্যা নেই বলে নির্ভার মুস্তাফিজ। এ ইনজুরি নিয়ে তার খেলাও সংশয়ে ছিল। সেই সংশয় এখন দূর হয়ে গেছে। মুস্তাফিজ বললেন, ‘এখন অনেক ভাল। অনুশীলন চলছে। আরও চারদিন আছে। আশাকরি সব বল করতে পারবো।’ টেস্টে ম্যাচ সেরা হয়েছেন। ওয়ানডেতেও হয়েছেন। একমাত্র বাংলাদেশী পেসার যিনি কিনা টেস্ট ও ওয়ানডের অভিষেকেই ম্যাচ সেরা হয়েছেন। কিন্তু টি২০তে এখনও হননি। মুস্তাফিজ চান, ‘খেলতে পারলে সব সহজ।’ এশিয়া কাপ হচ্ছে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি সিরিজই। দলগুলো এশিয়া কাপ খেলেই টি২০ বিশ্বকাপের প্রস্তুতি নেবে। টি২০ বিশ্বকাপের জন্য এই টুর্নামেন্ট কতোটা কাজে লাগবে? মুস্তাফিজ বলেন, ‘আমার বেস্টটা দেয়ার চেষ্টা করবো। একদিনের খেলা আমার বেশি প্রিয়। ঘুরিয়ে ফিরিয়ে সব একই কথা আমার বেস্টটা দেয়ার চেষ্টা করবো।’
×