ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে প্লাস্টিক পণ্য রফতানি হবে জাপানে

প্রকাশিত: ০৪:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ থেকে প্লাস্টিক পণ্য রফতানি হবে জাপানে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ থেকে প্লাস্টিক সামগ্রী রফতানি হবে জাপানে। চট্টগ্রামের এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছে জাপানের একটি প্রতিষ্ঠান। এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ সূত্রে জানানো হয়, আগামী ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এ দুই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। এরপরই শুরু হবে পণ্য রফতানির প্রক্রিয়া। এন মোহাম্মদ প্লাস্টিক বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক সামগ্রী রফতানি করে থাকে। জাপানের সঙ্গে চুক্তি হওয়ার পর রফতানির কলেবর আরও বৃদ্ধি পাবে। দুই মাসে রুপীর দাম সাড়ে তিন শতাংশ হ্রাস অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতীয় বাজারের প্রতি আস্থা হারিয়ে ক্রমাগত বিনিয়োগ তুলে নিচ্ছেন বিদেশী বিনিয়োগকারীরা। এফআইআই তুলে নেয়ায় পাল্লা দিয়ে পড়ছে রুপীর দাম। বর্তমানে ভারতে ডলারের সাপেক্ষে রুপীর দাম দাঁড়িয়েছে ৬৮.৬০। গত ২৯ মাসে এই দাম সর্বনিম্ন। ২০১৬ শুরুর পর রুপীর দাম ৩.৫৫ শতাংশ পড়েছে।
×