ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোরে যৌতুকের জন্য স্ত্রীর শরীরে কেরোসিন দিয়ে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:৪১, ২১ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে যৌতুকের জন্য স্ত্রীর শরীরে কেরোসিন দিয়ে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে স্বামী ও স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও রাতে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অগ্নিদগ্ধরা হলেন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন হোসেন ও তার স্ত্রী মাসুরা খাতুন। মাসুরার স্বজনরা জানান, এক বছর আগে মাসুরার সঙ্গে একই গ্রামের সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন যৌতুক এবং ২য় বিয়ে করার জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিল। শুক্রবার রাত ৯টার দিকে স্বামী এবং স্ত্রীর মধ্যে এ নিয়ে বিরোধ বাধে। এক পর্যায়ে সুমন মাসুরার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাসুরা তার স্বামীকে জড়িয়ে ধরলে সেও দগ্ধ হয়। পরে পারিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করে। ডাক্তার জানিয়েছেন, মাসুরার শরীরের ৮০ ভাগ ও সুমনের শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়। তাদের ঢাকায় রেফার করা হয়েছে। সাংবাদিক তুহিনের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ ফেব্রুয়ারি ॥ দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনসহ তাঁর স্ত্রী ও দুই সন্তানকে স্বাধীনতা ও মানবতাবিরোধী চক্রের হত্যা চেষ্টা এবং বাড়িতে হামলার প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সহসভাপতি নুরুজ্জামান প্রধান, যুগ্ম সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা প্রমুখ। বক্তারা ঘৃণ্য এই কর্মকান্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্কুল ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে কচুবাড়ী-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভবনটির উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সুবোধ চন্দ্র সেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নুরুজ্জামান সরদার, মোশারুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। একুশে বইমেলা স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ শুক্রবার রাত নয়টায় ঈশ^রদীর মুলাডুলি মাঠে একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান, নাটোর জেলার এসপি শ্যামল কুমার মুখার্জী, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, রুহুল আমীন, প্রমুখ।
×