ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়াবা তৈরির কারখানা সরিয়ে নিন

প্রকাশিত: ০৪:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ইয়াবা তৈরির কারখানা সরিয়ে নিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইয়াবাসহ মাদকের নীল দংশনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় উৎপাদিত ইয়াবা ও ফেনসিডিলের কুফল ভোগ করছে বাংলাদেশ। অথচ এসব মাদক এ দেশে উৎপাদিত হয় না। শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চট্টগ্রামে র‌্যাব সেভেনের অভিযানে আটক ১৮২ কোটি টাকার মাদকদ্রব্য করার অনুষ্ঠানে বলেন, আমরা মিয়ানমারকে বলব তোমরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা কারখানা সরিয়ে নাও, আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ইয়াবা তৈরি করে, আর ভারত ফেনসিডিল তৈরি করে। এসব মাদক পাচার রোধে আমরা দুদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি। ইতোমধ্যে ভারত আমাদের কথামতো সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল কারখানা সরিয়ে নিয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় প্রায় ৩৯টি ফেনসিডিল তৈরির কারখানা গড়ে উঠেছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে রয়েছে। পতেঙ্গা র‌্যাব সেভেন সদর দফতরে গত ১৪ মাসের অভিযানে আটক ১৮২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও বক্তব্য করেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, এমপি এমএ লতিফ, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল, র‌্যাব সেভেন অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। উপস্থিত ছিলেন এমপি ফজলে করিম চৌধুরী, চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আকতার প্রমুখ। র‌্যাব সেভেন সূত্রে জানানো হয়েছে, গত ১৪ মাসে মোট ৭৮ লাখ ৫২ হাজার ১৬৮ ইয়াবা, এক হাজার ৬৯২ বোতল বিদেশী মদ, ৮৫৭ ক্যান বিয়ার, পাঁচ লাখ ৭৭ হাজার ৫৩২ লিটার দেশীয় মম, ২৯৬ কেজি গাঁজা, ৮ হাজার ৩৯৯ বোতল ফেনসিডিল, এক কেজি ৭শ’ গ্রাম হেরোইন আটক করা হয়েছে। এসব মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় ৩২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৪৬টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে তিনটি একে-৪৭ রাইফেল, ৯ একে-২২ রাইফেল, ৪৯ বিদেশী পিস্তল, ১০ রিভলবার, ১৬ দেশীয় বন্দুক, ১১ এলজি, পাঁচ এসবিএল, দুটি থ্রি কোয়ার্টার গান, ২৮ ওয়ান শুটার গান, ৫ শটগান, এক ডিবিবিএল, ৭ পাইপগান উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রে ব্যবহারের উদেশ্যে রাখা ৭২ ম্যাগজিন, ৪ হাজার ৮৮৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয। সন্ত্রাসীদের তৈরি ৭৬ শক্তিশালী তাজা বোমা, ৪৯ ককটেল, ১২ পেট্রোলবোমা উদ্ধার করা হয়। বোমা বানানোর উদ্দেশে সংরক্ষণ করা ৪২০ কেজি বিস্ফোরকদ্রব্য ও ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। নরসিংদীতে দুই যুবক খুন নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২০ ফেব্রুয়ারি ॥ দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে জায়েদুল (২৫), জয় (১৮) নামে দুই যুবক খুন ও মিতু বেগম (১৬) নামে এক কিশোরী আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় শনিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাকরির আশ্বাসে রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের জজমিয়ার মেয়ে মিতু বেগম শুক্রবার বিকেলে নরসিংদী গাবতলী এলাকার জায়েদুলের বাড়িতে আসে এবং তারা জায়েদুলের চাচির বাড়িতে রাতযাপন করে। ঘটনার দিন শনিবার বিকেল সাড়ে ৩টায় জায়েদুল, তার বন্ধু জয় ও মিতু বেগম গাবতলী কবরস্থান সংলগ্ন কাঠ বাগানে দাঁড়িয়ে কথা বলার সময় ১০/১২ দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই জায়েদুল নিহত ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে জয় মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত মিতু বেগমকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×