ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অমর একুশে উপলক্ষে

গোপালগঞ্জে জনসন প্লেস’স ফ্রি ডেন্টাল ক্যাম্প

প্রকাশিত: ০৪:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জে জনসন প্লেস’স ফ্রি ডেন্টাল ক্যাম্প

নীতিশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ ॥ অমর একুশে উপলক্ষে গোপালগঞ্জের অজপাড়াগাঁ কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে দু’দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছে ঢাকার জনসন প্লেস’স ডেন্টাল ক্লিনিক। ক্লিনিকের প্রধান ডাঃ বাইনের নেতৃত্বে পাঁচ ডাক্তার ও দুই নার্সসহ চিকিৎসা দল শুক্র ও শনিবার মুশুরিয়া এ্যাডভেন্টিস্ট চার্চ-ক্যাম্পাসে ওই এলাকার দুস্থ ও গরিব মানুষের মধ্যে সেবা প্রদান করেন। দাঁতের সব পরীক্ষা, মাইনর সার্জারি, রুট-ক্যানেল, স্কেলিং, ফিলিং ও ব্যাথাবিহীন দাঁত তোলাসহ যাবতীয় সেবা তারা সেখানে প্রদান করেন। গ্রামের অতি দরিদ্র শ্রেণীর মানুষ যাতে তাদের দাঁত ও দাঁতের মর্যাদা সম্পর্কে আরও সচেতন হতে পারে এবং শিশুরা দাঁত সুরক্ষার ব্যাপারে আরও বেশি যতœশীল হতে পারে সেজন্য সেখানে চিকিৎসা নিতে আগত সব বয়সের মানুষের মধ্যে তারা কাউন্সেলিংও করেন। চিকিৎসা শেষে প্রতিটি রোগীকে তারা ১টি টুথ-ব্রাশ ও উচ্চমূল্যের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধপত্র প্রদান করেন। ডেন্টাল ক্যাম্পে আরও যেসব ডাক্তার ছিলেন তারা হলেন ডাঃ প্রহলাদ দাস, ডাঃ ড্যানিস হালদার, ডাঃ পিয়ালী গিফ্্টি দাস ও ডাঃ ক্রিস্টোফার বৈরাগী। শুক্রবার সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা। ডাঃ বাইন জানান, তিনি ওই এলাকারই সন্তান। তার বাবা শিয়ন রাশি বাইন ছিলেন সেভেন্থ-ডে এ্যাডভেন্টিস্ট মিশনের কর্মচারী। মুশুরিয়া এ্যাডভেন্টিস্ট চার্চ-সংলগ্ন তার গ্রামের বাড়ি। নাড়ির টানে তিনি তার এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণার্থে অজপাড়াগাঁয় এ ক্যাম্পের আয়োজন করেছেন। এটি তাদের ১০ম ক্যাম্প। এর আগে তারা ঢাকা, বগুড়া, পার্বত্য চট্টগ্রাম ও যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৯টি ডেন্টাল ক্যাম্প করেছেন। তিনি বলেন, দাঁতের সঠিক যতœ না নিলে মুখের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয় সেগুলো কোনভাবে শরীরের রক্তের সঙ্গে মিশে গেলে মানুষের টোটাল-সিস্টেমটিকেই ক্ষতিগ্রস্ত করে। এজন্য দেশের বিভিন্ন স্থানে গরিব দুঃখী মানুষের মধ্যে যারা হেলথ্্ মেসেজ পায় না, তাদের কাছে যতটুকু সম্ভব পৌঁছে দেয়ার জন্য তারা দল ধরে মাঝেমধ্যেই এভাবে বেরিয়ে পড়েন এবং সাধারণ মানুষকে সেবা দিয়ে বেড়াচ্ছেন। তিনি আরও জানান, দু’দিনব্যাপী এ ডেন্টাল ক্যাম্পে সেবাদানের প্রতিটি বিষয়ের যে কোয়ালিটি মেইন্টেইন করা হয়েছে, তা আন্তর্জাতিক মানের। তারা এ ক্যাম্পের মাধ্যমে ওই এলাকার অধিকাংশ শিশুসহ দু’শ ৯ জন মানুষের দাঁতের চিকিৎসা দেন।
×