ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে প্রকৃতি সংরক্ষণের শপথ

প্রকাশিত: ০৪:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারে প্রকৃতি সংরক্ষণের শপথ

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ চকরিয়ার মেধাকচ্ছপিয়ায় প্রায় ৩৯৫ দশমিক ৯৩ হেক্টর বনভূমি নিয়ে গঠিত উদ্যানের জীববৈচিত্র্যপূর্ণ প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য পর্যবেক্ষণ ও পরিবেশ-প্রতিবেশের জ্ঞান অন্বেষণে জড়ো হয় অর্ধশত শিক্ষার্থীর একটি তরুণ দল। দলের বেশিরভাগ সদস্যই কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার ডুলাহাজারা কলেজ ও খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার এসব শিক্ষার্থীকে মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ভ্রমণ ও প্রকৃতি প্রেমে তারুণ্যকে অবলোকনের সুযোগ করে দেয় ইউএসএইডের ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকুসিস্টেম এ্যান্ড লাইভলিহুড্স (ক্রল) প্রকল্প। ওই সময় শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে উদ্দীপ্ত হয়ে বন ও প্রকৃতি রক্ষায় একাত্মতা প্রকাশ করে। এর আগে গবেষণামূলক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হক। ইবির প্রধান ফটকে তালা ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাকরির দাবিতে প্রধান ফটকে তালা দিয়েছে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টার দিকে তারা প্রধান ফটকে তালা লাগিয়ে প্রশাসন ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করে। এদিকে প্রধান ফটক তালাবদ্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের বাস কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে যথাসময়ে ছেড়ে যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে চাকরির দাবিতে ছাত্রলীগের সাবেক নেতা আশকুর রহমান জাপান, মিজানুর রহমান টিটু, তৌফিকুর রহমান হিটলার, কাশেম মাহমুদ, মাসুদ রানা, আরব আলীসহ ২৫-৩০ নেতাকর্মী বহিরাগতদের নিয়ে চাকরির দাবিতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়, যার ফলে ১২টার শিফটের বাস কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যায়নি।
×