ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন লেখিকা হার্পার লি আর নেই

প্রকাশিত: ০৪:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মার্কিন লেখিকা হার্পার লি আর নেই

মার্কিন সাহিত্য জগতের অন্যতম আলোচিত নাম ও ‘টু কিল আ মকিংবার্ড’ বইয়ের লেখক সাহিত্যিক হার্পার লি মারা গেছেন। ৮৯ বছর বয়সে এ্যালাব্যামার মোনরোভিলের নিজ বাড়িতে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর বিবিসির লির আইনজীবী তোনজা কার্টার এক বিবৃতিতে বলেন, আজ সকালে ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন লি। তার শেষকৃত্য ‘ব্যক্তিগতভাবে’ করা হবে জানানো হলেও কোন তারিখ ঘোষণা করা হয়নি। মৃত্যুর আগে কয়েক দশক ধরে তিনি বিচ্ছিন্ন জীবনযাপন করছিলেন। ‘টু কিল আ মকিংবার্ড’ মার্কিন সাহিত্যের এক অমরকীর্তি হয়ে আছে। ধর্ষণের অভিযোগ থেকে এক কালো মানুষকে রক্ষায় শ্বেত আইনজীবীর লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। ৫৫ বছর আগে প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে উপন্যাসটির চার কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। কোরীয় সীমান্তে উত্তর কোরিয়ার গোলাবর্ষণ উত্তর কোরিয়া শনিবার কোরীয় সীমান্ত দ্বীপের কাছে সামরিক মহড়া চালানোর সময় গোলাবর্ষণ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। সম্প্রতি পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ কোরিয়া আগামী মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ববৃহৎ বার্ষিক সামরিক মহড়া ঘোষণা দেয়ার কয়েক দিন পর এ ঘটনা ঘটল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে পীত সাগরে দুই কোরিয়ার মধ্যবর্তী বিরোধপূর্ণ জলসীমানার কাছে উত্তর কোরিয়া গোলাবর্ষণ করেছে। তবে গোলাটি উত্তর কোরীয় জলসীমার মধ্যেই পড়েছে বলে ধারণা করা হচ্ছে। -এএফপি
×