ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ সুদানে জাতিসংঘ ঘাঁটিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০১৬

দক্ষিণ সুদানে জাতিসংঘ ঘাঁটিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ সুদানে বেসামরিক নাগরিকদের আশ্রয় নেয়া জাতিসংঘের একটি কম্পাউন্ডে ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সহিংসতায় সরকারী সৈন্যরা জড়িত। খবর এএফপির। দাতব্য সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানায়, মালাকাল শহরে জাতিসংঘের ওই ক্যাম্পে বুধবার ও বৃহস্পতিবার সহিংসতায় কমপক্ষে ১৮ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এক বিবৃতিতে বলেন, দক্ষিণ সুদানের মালাকাল শহরে জাতিসংঘের একটি কম্পাউন্ডে সহিংসতা হয়েছে। এ সময় অভ্যন্তরীণ বাস্তুচ্যুত লোকজন নিহত এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে দক্ষিণ সুদান সরকারের সৈন্যদের একটি বড় দল কম্পাউন্ডে প্রবেশ করে এবং সেখানে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। স্থানীয় বাসিন্দা, বিদ্রোহী ও ত্রাণ সাহায্যকারী বিভিন্ন সূত্র জানায়, দক্ষিণ সুদানের সরকারী সৈন্যরা হামলায় অংশ নেয়। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন একে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। রাইস বলেন, আমরা দায়ী সৈন্যদের খুঁজে বের করতে এবং পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে সহিংসতার ঘটনা তদন্তের জন্য অবিলম্বে দক্ষিণ সুদান সরকারকে আহ্বাান জানাচ্ছি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র দুই এমএসএফ কর্মীসহ নিহতদের প্রতি গভীর শোক জানাচ্ছে। একইসঙ্গে তিনি দ. সুদানের সকল পক্ষকে সংযম প্রদর্শন ও আগামী দিনে সহিংসতা এড়ানোর আহ্বান জানান। ২০১৩ সালের ডিসেম্বরে দ. সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত ও ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
×