ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হুঁশিয়ারি ইউরোপোল প্রধান রব ওয়াইনরাইটের

ইউরোপে আইএসের প্রশিক্ষিত ৫০০০ জঙ্গী আত্মগোপনে

প্রকাশিত: ০৪:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ইউরোপে আইএসের প্রশিক্ষিত ৫০০০ জঙ্গী আত্মগোপনে

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার পর পাঁচ হাজার জিহাদী ইউরোপে আত্মগোপন করে থাকতে পারে। এ হুঁশিয়ার দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোলের প্রধান রব ওয়াইনরাইট। তিনি বলেন, আমরা ধারণা করছি, তারা ইউরোপে বড় ধরনের হামলা চালাতে পারে। পুলিশ সংস্থাটির অনুমান, মধ্যপ্রাচ্যে প্রশিক্ষণ শেষে গোপনে ফিরে আসা ইউরোপীয় নাগরিকের সংখ্যা তিন থেকে পাঁচ হাজার। খবর টেলিগ্রাফের। ওয়াইনরাইট বলেন, ইউরোপ বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সন্ত্রাসী হুমকির সম্মুখীন। তিনি জার্মানির নেয়ু ওসনাব্রুকার জেইটাং সংবাদপত্রকে বলেছেন, আমরা ধারণা করতে পারি, আইএস বা অন্যান্য সন্ত্রাসী সংগঠন বেসামরিক নাগরিকদের মধ্যে ব্যাপক হত্যাকা- চালানোর উদ্দেশ্যে ইউরোপের যে কোন জায়গায় হামলা চালাতে পারে। ব্রিটিশ নাগরিক ওয়াইনরাইট ২০০৯ সালে ইউরোপোলের প্রধান হওয়ার আগে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রিমিনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনসিআইএস) ও সিরিয়াস অর্গানাইসড ক্রাইম এজেন্সির (এসওসিএ) উর্ধতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, জিহাদীদের এই ক্রমবর্ধমান উপস্থিতি ইইউ সদস্য দেশগুলোর জন্য সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ। তবে সন্ত্রাসীরা শরণার্থী সঙ্কটকে ব্যবহার করে আশ্রয়প্রার্থী হিসেবে ইউরোপে প্রবেশের আশঙ্কাকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। ওয়াইনরাইট বলেছেন, সন্ত্রাসীরা ইউরোপে অনুপ্রবেশে শরণার্থী স্রোতকে ধারাবাহিকভাবে ব্যবহার করছে বলে কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। তার এসব মন্তব্যের পরই প্যারিস হামলায় জড়িত সন্দেহে অস্ট্রিয়ায় দুজন আটক হওয়ার নতুন তথ্য পাওয়া যায়। অস্ট্রীয় শহর শুলজবার্গের প্রসিকিউটররা প্রথমবারের মতো নিশ্চিত করেন যে, ওই দুই ব্যক্তি শরণার্থী হিসেবে ইউরোপে প্রবেশ করে। এদের একজন ২৮ বছর বয়সী আলজেরীয়, অপরজন ৩৪ বছর বয়সী পাকিস্তানী। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছেন, এই দুই সন্দেহভাজনকে গত বছরের ১০ ডিসেম্বর এক শরণার্থী আশ্রয়কেন্দ্র থেকে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছেন যে, কয়েকজন প্যারিস হামলাকারীর সঙ্গে তারা গ্রীসে পৌঁছান। তবে এই সন্দেহভাজনরা প্যারিস হামলায় অংশ নিতে চেয়েছিল- এমন স্বীকারোক্তির খবরের সত্যতা অস্বীকার করেছে তারা। প্যারিস হামলার সঙ্গে জড়িত সন্দেহে অস্ট্রীয় কর্তৃপক্ষ আরও দু’জনকে আটক করেছে বলে জানা গেছে। প্রথম দুই সন্দেহভাজনের সঙ্গে এই দু’জনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাদের আটক করা হয়।
×