ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিযোগ স্যান্ডারসের

কৃষ্ণাঙ্গ ভোট পেতে ওবামাকে আঁকড়ে ধরেছেন হিলারি

প্রকাশিত: ০৪:৩২, ২১ ফেব্রুয়ারি ২০১৬

কৃষ্ণাঙ্গ ভোট পেতে ওবামাকে আঁকড়ে ধরেছেন হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডারস এক টিভি সাক্ষাতকারে বলেছেন, হিলারি ক্লিনটন আফ্রিকান আমেরিকানদের ভোট পাওয়ার জন্য পরিকল্পিত চেষ্টার অংশ হিসেবে সম্প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বন্ধুত্বের ভাব দেখাচ্ছেন। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশনে (বিইটি) এক সাক্ষাতকারে স্যান্ডারস বলেন, আপনারা জানেন, হিলারি ক্লিনটন এখন প্রেসিডেন্টের সঙ্গে যথাসম্ভব ঘনিষ্ঠ বলে দেখানোর চেষ্টা করছেন। প্রেসিডেন্ট যাই করেন বিস্ময়কর। তিনি প্রেসিডেন্টকে ভালবাসেন। প্রেসিডেন্ট তাকে ভালবাসেন। আমরা জানি, সে ভালবাসার কারণ এবং তা হচ্ছে, প্রেসিডেন্ট যে আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয়, সেই সম্প্রদায়ের সমর্থন লাভের চেষ্টা করা। সাক্ষাতকারটি রবিবার সম্প্রচারিত হওয়ার কথা। সম্প্রচারের আগে বিইটি প্রকাশিত ভারমন্টের সিনেটরের এ মন্তব্য হিলারির প্রচার শিবিরে তিরস্কৃত হয়েছে। হিলারির মুখপাত্র জেসে ফারগুসন শুক্রবার বলেছেন, এটা নৈরাশ্যজনক যে, সিনেটর স্যান্ডারস মনে করেন, প্রেসিডেন্ট ওবামার জন্য একজন ডেমোক্র্যাটের গর্বিত হওয়ার একমাত্র কারণ হবে আফ্রিকান আমেরিকান ভোটারদের সমর্থন লাভের রাজনৈতিক কৌশল। তিনি বলেন, ধসে যাওয়ার দ্বারপ্রান্ত থেকে অর্থনীতি পুনরুদ্ধার করা, যুগান্তকারী স্বাস্থ্য সংস্কার আইন পেশ এবং ওয়ালস্ট্রিট সংস্কারে প্রেসিডেন্টের ভূমিকায় গর্বিত হিলারি। কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে দুই দলের প্রচার শিবিরের তৎপরতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির নিজেকে ওবামার উত্তরাধিকার বজায় রাখার সবচেয়ে ভাল প্রার্থী হিসেবে তুলে ধরার বর্তমান চেষ্টার মুখে এ সমালোচনার সূত্রপাত হলো। এমএসএনবিসি ও টেলিমুন্তোয়ের বৃহস্পতিবার সম্প্রচারিত এক ফোরামে হিলারি বলেছেন, স্যান্ডারস সম্প্রসারিত বাণিজ্য নীতিসহ ওবামার কয়েকটি নীতির যে সমালোচনা করেছেন তার কারণ এই হতে পারে যে, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আসার আগ পর্যন্ত সিনেটর স্যান্ডারস যথার্থভাবে একজন ডেমোক্র্যাট ছিলেন না। স্ব-আখ্যায়িত গণতান্ত্রিক সমাজবাদী স্যান্ডারস কংগ্রেসে মিকি শতাব্দীর বেশি সময়জুড়ে এক স্বতন্ত্র সদস্য ছিলেন। কিন্তু তিনি এখন ডেমোক্র্যাটদের ঘরোয়াভাবে বৈঠক করেন। শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ দুটি অঙ্গরাজ্য আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে মনোনয়ন লড়াইয়ের পর ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড় এখন আরও বহুমুখী প্লেয়িং ফিল্ডে চলে যাচ্ছে। নেভাদায় ডেমোক্র্যাটিক ককাস অনুষ্ঠিত হওয়ার কথা শনিবার এবং ডেমোক্র্যাটরা এরপর ২৭ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনা এক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। ৮ বছর আগে সাউথ ক্যারোলিনায় ডেমোক্র্যাটিক প্রাইমারি ইলেক্টরদের অর্ধেকেরও বেশি ছিল আফ্রিকান আমেরিকান। বিইটি’র সাক্ষাতকারে স্যান্ডারস বলেন, ওবামার প্রতি তার প্রভূত শ্রদ্ধা রয়েছে। স্যান্ডারস বলেন, তিনি আমার একজন বন্ধু। আমরা একত্রে কাজ করেছি। আমি মনে করি, বিভিন্ন দিকে তিনি অনেক কাজ করেছেন। কিন্তু আপনারা কি জানেন যে, অন্য যে কোন মানুষের মতোই তিনি কোন কোন ব্যাপারে ভুল করেছেন?
×