ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই জঙ্গীসহ আটক ৮॥ এক ডিবি কর্মকর্তা আহত

রাজধানীতে দুটি জঙ্গী আস্তানায় ডিবি পুলিশের অভিযান

প্রকাশিত: ০৯:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে দুটি জঙ্গী আস্তানায় ডিবি পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুটি জঙ্গী আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর একটি বাড্ডার সাঁতারকুলে, অপরটি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায়। সাঁতারকুলের আস্তানায় অভিযানকালে এক ডিবি কর্মকর্তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে জঙ্গীরা। সাঁতারকুলের আস্তানা থেকে ২ জঙ্গীসহ ৫ ও মোহাম্মদপুরের আস্তানা থেকে অন্তত ৪ জনকে আটকের কথা জানা গেছে। আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কয়েকটি দল উত্তর বাড্ডার সাঁতারকুলের জিএম বাড়ির তালিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন রোডের একটি পাঁচতলা বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলায় জঙ্গী আস্তানা থাকার বিষয়টি আগেই নিশ্চিত হয় গোয়েন্দারা। বাড়িটিসহ আশপাশের রাস্তায় অবস্থান নেয় পুলিশ, ডিবি ও র‌্যাব। রাত সাড়ে দশটার দিকে নিচতলার জঙ্গী আস্তানায় নক করে ডিবি পুলিশ। এ সময় দরজা খুলছিল না। এক পর্যায়ে জোরপূর্বক দরজা ভেঙ্গে ফেলার চেষ্টা করে ডিবি। এ সময় দরজা খুলতেই ডিবির উপ-পরিদর্শক বাহার উদ্দিন ফারুকী ভেতরে প্রবেশ করে। চোখের পলকে জঙ্গীরা তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ফারুকী পিস্তল বের করে গুলি চালালে জঙ্গীরাও গুলি চালায়। পরে জঙ্গীরা পুলিশের পিস্তল কেড়ে নেয় বলে জানা গেছে। যদিও দায়িত্বশীল কোন সূত্র পুলিশ কর্মকর্তাকে গুলি করা এবং পুলিশের পিস্তল কেড়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেনি। রাত বারোটার দিকে বিপুল সংখ্যক পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। পরে আস্তানায় হানা দিয়ে দুই জঙ্গীকে আটক করে। এ সময় বাড়ির মালিক বিটিভির সাবেক প্রকৌশলী মোহাম্মদ হানিফ ও তার এক ছেলে এবং বাড়ির এক ভাড়াটিয়াকে আটক করে ডিবি। জঙ্গী আস্তানা থেকে জিহাদী বইপত্র, ধারালো অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে তারা। ঘটনাস্থলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটক দুই জঙ্গী আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আক্রমণের ধরন অনেকটাই আনসারুল্লাহ বাংলাটিমের আদলে। এছাড়া উদ্ধারকৃত আলামতও তেমনটিই ধারণা দিচ্ছে। রাতেই গ্রেফতারকৃত দুই জঙ্গীর দেয়া তথ্যমতে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কয়েকজন পালিয়ে যায়। এ সময় পলায়নকারীদের কয়েকজন মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে ঢুকে পড়ে। ক্যাম্পের বাসিন্দারা জানান, পলাতকদের মধ্যে তিন জনকে ধরে ক্যাম্পের বাসিন্দারা পুলিশে সোপর্দ করেছে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ আস্তানাটি থেকেও অস্ত্র-গোলাবারুদ ও জিহাদী বইপত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
×