ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় পথচারী, বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:১৯, ২০ ফেব্রুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় পথচারী, বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু, দুই মাদক ব্যবসায়ী ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বারডেম হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ভিক্ষুকের (৫০) মৃত্যু হয়েছে। বেলা এগারোটার দিকে কদমতলী থানার ধোলাইপাড়ে ববি আইসক্রিম কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ নূর নবী (৪০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। কারখানার মালিক সালাউদ্দিন জানান, মোটর চালু করার সময় ঘটনাটি ঘটে। নুর নবী ২০ বছর ধরে কারখানাটিতে কাজ করছিলেন। বাড়ি কুড়িগ্রামে। বৃহস্পতিবার রাতে কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে তপন বিশ্বাস ও গোলাম রব্বানী ওরফে মিলন নামে দুই মাদক ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ও ৪শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে ডিএমপি পুলিশ। গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত মাদকদ্রব্য এনে বিক্রির চেষ্টা করছিল। এ ছাড়া বৃহস্পতিবার রাতে ফেসবুক ও হোয়াটসএ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়ার চেষ্টার সঙ্গে জড়িত জাহিদুর রহমান তুহিন, তানভীর আহমেদ চৌধুরী ও সাইফুল ইসলাম খানকে ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
×