ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি

দুই কাউন্সিলরের সমর্র্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ০৮:১২, ২০ ফেব্রুয়ারি ২০১৬

দুই কাউন্সিলরের সমর্র্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ গাজীপুরে রাস্তা নির্মাণ ও মামলা দায়েরের জেরে গাজীপুর সিটি কর্পোরেশনের সরকার দলীয় দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কাউন্সিলরসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের সমর্থকরা দুই কাউন্সিলরের দুটি মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ ৮ গাড়ি ভাংচুর এবং ২ মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার এবং ৭ জনকে আটক করেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ম-ল জানান, স্থানীয় ভাড়ারিপাড়া এলাকার একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে শুক্রবার রাতে কর্মী-সমর্থক নিয়ে ফিরছিলেন ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ম-ল। ফেরার পথে তারা কামারজুরি উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর সানাউর রহমান তার কর্মী-সমর্থক নিয়ে প্রতিপক্ষ মামুন ম-ল ও তার লোকজনের ওপর হামলা করে। এ সময় তারা কাউন্সিলর মামুন ম-লের মাইক্রোবাসসহ একটি জীপ ও ৫টি মোটরসাইকেল ভাংচুর করে এবং দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলা ও মারধরে ওবায়দুর রহমান, লিটন, রুহুল, ফেরদৌস, বাবু, নবীন ও জসিমসহ কয়েকজন আহত হয়। গুরুতর আহত ওবায়দুরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, হামলার সংবাদ পেয়ে মামুন ম-লের সমর্থকরা ঘটনাস্থলে এসে কাউন্সিলর সানাউর রহমান ও তার কয়েক সমর্থককে মারধর করে। এতে কাউন্সিলর সানাউরসহ কয়েকজন আহত হয়। আহত সানাউরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল আরো জানান, ৩৬নং ওয়ার্ডের সাহেব বাড়ি সড়কের সলিংয়ের কাজ করার সময় ক্ষতিগ্রস্থরা বাধা দিলে স্থানীয় কাউন্সিলর সানাউরের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। এঘটনায় ২২ জনকে আসামী করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ সানাউর রহমান থানায় মিথ্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলায় অভিযুক্ত ২১ জন আদালতে হাজির হলে আদালত ১৮ জনের জামিন মঞ্জুর এবং ৩ জনকে জেল হাজতে পাঠান। এর জের ধরে কাউন্সিলর সানাউরের নেতৃত্বে তার কর্মীরা শুক্রবার রাতে দা, চাপাতি, হকিষ্টিক, লাঠিসোটা ও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর, ভাংচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আহত অপর কাউন্সিলর মোঃ সানাউর রহমান জানান, সড়কের সলিংয়ের কাজ করার সময় বাধা প্রদান করে এবং চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর মামুন মন্ডলের উপস্থিতিতে তার লোকজন ও মামলার আসামীরা রাতে কামারজুরি এলাকায় হকিষ্টিক ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মাইক্রোবাস থেকে নামিয়ে সানাউরসহ গাড়ির আরোহীদেও বেধরক মারধর করে এবং মাইক্রোবাসটি ভাংচুর করে। ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী কাথোরা এলাকায় যাচ্ছিলেন। হামলায় তিনিসহ তার নাতি মোর্শেদ আলম ও গাড়ির চালক বকুল আহত হন। তিনি জানান, হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করে এলাকায় আতংক সৃষ্টি করে। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ জাকির হোসেন জানান, রাস্তা নির্মাণ ও মামলার জেরে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ জানান, দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে ৭জনকে আটক করা হয়েছে।
×