ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়া কাপ প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে ওমানের জয়

প্রকাশিত: ০৮:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপ প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে ওমানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপের হংকংয়ের বিপক্ষে ৫ রানের দারুণ এক জয় পেয়েছে ওমান। শুক্রবার ফতুল্লায় অনুষ্ঠিত দিনের ‘দ্বিতীয় কোয়ালিফাইং’ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে টস জিতে ব্যাটিং নেয় ওমান। কোন হাফ সেঞ্চুরি না এলেও ব্যাটসম্যানদের সমন্বিত প্রচেষ্টায় বড় সংগ্রহ পায় দলটি। যতিন্দর সিং ৩৫ বলে ৪২, আমির আলি ১৩ বলে ৩২*, মেহরান খান ১৬ বলে ২৮ ও আদনান ইলিয়াস ১৭ বলে ২৩ রান করেন। প্রতিপক্ষের হয়ে নাদিম আহমেদ নেন ৩ উইকেট। জবাবে আশা জাগিয়েও ৭ উইকেটে ১৭৫ রানে থামে হংকং। বলতে গেলে ম্যাচটি একাই জমিয়ে তোলেন বাবর হায়াত। মাত্র ৬০ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১২২ রান করে আউট হন পাকিস্তানী বংশোদ্ভূত এই হংকং ব্যাটসম্যান! সতীর্থদের ব্যর্থতায় টর্নেডো সেঞ্চুরি উপহার দিয়েও দলের হার দেখতে হয় হায়াতকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ সাত নম্বরে নামা আইজাজ খানের। দুই অঙ্কের দেখা পেয়েছেন আর মাত্র দু’জন। ওমানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন বিজয় খান, অজয় লালচিত, মুনিস আনসারি, জিসান মাকসুদ ও আমির আলি। স্কোর ॥ ওমান ১৮০/৫ (২০ ওভার), হংকং ১৭৫/৭ (২০ ওভার) ফল ॥ ওমান ৫ রানে জয়
×