ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইকমান্ডের আশু হস্তক্ষেপ প্রয়োজন

চট্টগ্রাম আওয়ামী লীগের অন্তর্কোন্দল ও বিভক্তি হাসির খোরাক যোগাচ্ছে

প্রকাশিত: ০৬:৫১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম আওয়ামী লীগের অন্তর্কোন্দল ও বিভক্তি হাসির খোরাক যোগাচ্ছে

মোয়াজ্জেমুল হক/হাসান নাসির ॥ সরকার পরিচালনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। মহাজোটের ব্যানার হলেও মূলত আওয়ামী লীগই এর কা-ারি হিসেবে সর্বক্ষেত্রে কাজ করছে। দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বহুলাংশে মজবুত। বন্দরনগরী চট্টগ্রামও এক্ষেত্রে কোন ব্যতিক্রম নয়। দেশের স্বাধীনতা লাভের আগে থেকেই চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির শক্ত অবস্থান সর্বজনবিদিত। অভ্যন্তরীণ কোন্দল, বিভেদ, কাদা ছোড়াছুড়ি, গ্রুপিং, অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন ধরনের অপকর্ম দলটির কলঙ্ক তিলক হয়ে আছে। যে কারণে এ দলটির বিভিন্ন কার্যক্রম নেতাকর্মী ও সমর্থকরা নানাভাবে নানা মহলে আলোচিত ও সমালোচিত। স্বাধীনতার পর থেকে চট্টগ্রামে এ দলটির নেতৃত্বে গ্রুপিং কোন্দলের সূচনা স্পষ্ট হয়। পরে ক্রমশ এর বিস্তৃতি ঘটে। তবে কখনও দলের জন্য বুমেরাং হয় এমন ঘটনা ঘটেনি। কিন্তু সম্প্রতি এ দলের চট্টগ্রামে শীর্ষ নেতাদের অনেকে রাজনীতির চেয়ে ব্যক্তি আধিপত্য বিস্তারের লড়াইয়ে মরিয়া হওয়ার কারণে রাজনীতি সচেতন এ নগরে দলটির কার্যক্রম বর্তমানে ব্যাপকভাবে নিন্দিত ও ধিকৃতও হচ্ছে। শীর্ষপর্যায়ে নেতারা দু’গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি এমন পর্যায়ে নিয়ে গেছে যে, যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। দলীয় বিভিন্ন সূত্রে স্বীকার করা হয়ে থাকে চট্টগ্রামে এ দলের কা-ারি হিসেবে পরিচিত তিন-তিনবারের নির্বাচিত মেয়র ও নগর শাখার দীর্ঘ সময়ের সভাপতি আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী দলের জন্য অত্যাবশ্যক এক রাজনীতিবিদ। তার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি সমালোচনাও রয়েছে। তার সঙ্গে কার্যক্রমে বিরোধ হয় না এমন ঘটনা বিরল বললেই চলে।
×