ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইভটিজার, মস্তানদের সাবধান করলেন আনিসুল হক

এপ্রিলেই সব ফুটপাথ দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র

প্রকাশিত: ০৬:৫১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

এপ্রিলেই সব ফুটপাথ দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র

স্টাফ রিপোর্টার ॥ এপ্রিলের মধ্যেই সকল ফুটপাথ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। একই সঙ্গে দখলমুক্ত কার্যক্রমে সফল হতে পুলিশের পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও নাগরিকদের সহায়তা কামনা করেছেন। শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় মুকুল ফৌজ মাঠে ‘সবুজ ঢাকা ক্যাম্পেন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএনসিসির উদ্যোগে নগরীকে সবুজ করার লক্ষ্যে নগরবাসীও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও প্রয়োজনীয় মাটি বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেয়র বলেন, ফুটপাথ দখল রাজধানীবাসীর কাছে একটি বিশাল সমস্যা। যার প্রভাব সকলের উপরই পড়ছে। নাগরিক ও কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, যে এলাকায় ফুটপাথ দখল হবে সেই থানায় চলে যাবেন মেয়র-কাউন্সিলররা। এ ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশকে বিশেষ সহযোগিতা করতে হবে। পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, দয়া করে আপনাদের বদনাম যেন না হয় সেই হিসেবে কাজ করুন। মেয়র বলেন, রাস্তা-ফুটপাথসহ মূল জায়গা খালি করা হচ্ছে। এসব মুক্ত করতে কাউন্সিলর থেকে শুরু করে সবাই এবার মেয়রের ‘পলিটিক্যাল মস্তানি’ দেখবে। ফুটপাথ পরিষ্কার শুরু করেছি, এপ্রিলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কারও ওপর অত্যাচার করতে চাই না, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। যেসব ফুটপাথ মুক্ত করা হচ্ছে তা যেন আবার দখল না হয়, যেসব জায়গায় ময়লা পরিষ্কার করা হচ্ছে তা যেন আর অপরিষ্কার না হয় সেজন্য সবার সহযোগিতা চান তিনি। নগরীতে অধিক সংখ্যক গাছ লাগানোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ডিএনসিসি মেয়র বলেন, সবুজ নগরী গড়তে নিজ বাসা, হাসপাতাল, রাস্তা, স্কুলসহ সব প্রতিষ্ঠানে একটি করে গাছ লাগাতে হবে। প্রকৃতপক্ষে আমাদের একার পক্ষে সম্ভব নয়, যদি না সবাই মিলে চেষ্টা করে গাছ লাগাই। আগামী পাঁচ বছরের মধ্যে কাজটা বড় নয় তবে রেজাল্ট অনেক বড়। উত্তর সিটি কর্পোরেশনে এক লাখ ৭৬ হাজার ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে একটি করে গাছ লাগালে এক বছরে অনেক গাছ হয়ে যাবে। ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ক ম মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
×