ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুগ পেরিয়ে হৃদয়ে মাটি ও মানুষ

প্রকাশিত: ০৬:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৬

যুগ পেরিয়ে হৃদয়ে মাটি ও মানুষ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নমুখী সফল গণমাধ্যম কার্যক্রম ‘হৃদয়ে মাটি ও মানুষ’- এবার এক যুগ অতিক্রম করছে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ-বেঁচে থাকার অব্যাহত অভিযান’ পর্ব প্রচার হবে আজ শনিবার রাত ৯.৫০ মিনিটে। ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচার শুরু হয় অনুষ্ঠানটির। এ পর্যন্ত এ অনুষ্ঠানের ৫৮৪ পর্ব প্রচার হয়েছে। এ অনুষ্ঠানের ধারাবাহিকতায় কৃষি সমস্যা ও কৃষি কৌশলবিষয়ক আরেকটি অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’-এর ৫২২ পর্ব প্রচার হয়েছে। বাংলাদেশের কৃষি ও উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজের উন্নয়নমুখী সাংবাদিকতা শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে ১৯৭৮ সালে। তিনি ১৯৮২ সাল থেকে টানা ১৪ বছর বাংলাদেশ টেলিভিশনে মাটি ও মানুষ অনুষ্ঠান করেন।
×