ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গীতি আলেখ্য নিয়ে ভারতে যাচ্ছে খেলাঘর আসর

প্রকাশিত: ০৬:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

গীতি আলেখ্য নিয়ে ভারতে যাচ্ছে খেলাঘর আসর

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভারতে গীতি আলেখ্য পরিবেশন করবে কেন্দ্রীয় খেলাঘর আসরের শিল্পীরা। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের আগরতলায় আগামীকাল রবিবার তারা এ গীতি আলেখ্য পরিবেশন করবে। সেখানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ উপ-হাইকমিশন। সংগঠনের ১৮ সদস্যের প্রতিনিধি দল এ উপলক্ষে আজ শনিবার ঢাকা ত্যাগ করবে। এতে নেতৃত্ব দিচ্ছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য প্রণয় সাহা এবং সহকারী দলনেতা হিসেবে রয়েছেন সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ। সদস্যরা হলেন আসমা আব্বাসী, অনিকেত আচার্য, রকিবা খান, আসিফ ইকবাল সৌরভ, সামিহা ইসলাম, সেতু দাস, আফিয়া হুমায়রা জেবু, নন্দিনী দাস, হাসনাইন লক্ষ্মী অব্যয়, সেমন্তি রোদসি, সৈয়দা রাইসা মাহজাবিন, আবিদা ভূঁইয়া, আজিজুন্নাহার অর্পিতা, নওরিন খান চৌধুরী, মুনশায়াত খান মেঘা ও সাবরিনা জাহিন সুজানা। তারা ‘আমার মুখের ভাষা, আমার সে গান’ শীর্ষক গীতি আলেখ্য মঞ্চায়ন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
×