ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চাশ বছরের কাজের স্বীকৃতি একুশে পদক ॥ জাহানারা আহমেদ

প্রকাশিত: ০৬:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চাশ বছরের কাজের স্বীকৃতি  একুশে পদক ॥ জাহানারা আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কখনও অভিনেত্রী, নাট্যকার আবার কখনও নির্দেশকের দায়িত্বও পালন করে আসছেন জাহানারা আহমেদ। পঞ্চাশ বছরের এই কাজের স্বীকৃতিস্বরূপ এবার পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। জাহানারা আহমেদ বলেন, আমি জেনেছি যে একুশে পদক পেতে যাচ্ছি। সুদীর্ঘ পঞ্চাশ বছরের কাজের স্বীকৃতিস্বরূপ আমি এই সম্মাননা লাভ করতে যাচ্ছি, তাতে সত্যিই খুব খুশি। বেশ কয়েকবছর আগে তার লেখা উপন্যাস ‘লকেট’ (তিনটি গল্প নিয়ে) বাজারে আসে। সেখান থেকে একটি গল্প নিয়ে তিনি ‘ছোবল’ নাটকের নাট্যরূপ দিয়েছেন। যা বর্তমানে লায়লা হকের প্রযোজনা প্রতি শুক্রবার রাত নয়টায় (পঞ্চম পর্ব প্রচার শেষ) বাংলাদেশ টেলিভিশনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এর আগে তার লেখা ‘নেকলেস’ নাটকটি টেলিভিশনে প্রচারের পর ব্যাপক প্রশংসিত হয়েছিল। বাংলাদেশ বেতারে নারীর উন্নয়ন, শিশু প্রতিপালন, জনসংখ্যা, কৃষি, বহির্বিশ্ব কার্যক্রম বিষয়ক অর্ধশতাধিক নাটক প্রচার হয়েছে যা তারই লেখা। বেতার নাটক তিনি প্রযোজনাও করেন। ১৯৬২ সালে তিনি প্রথম বেতারে অভিনয় করেন। ১৯৬৫ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় করছেন। ‘দৃষ্টিপাত’, ‘ঘরোয়া’, ‘সংশপ্তক’সহ বিভিন্ন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। দেশ স্বাধীনের পর তার অভিনীত আলোচিত ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘সকাল-সন্ধ্যা’ ‘শুকতারা’, ‘বেলা অবেলা’, ‘আপন জন’, ‘দানব’। তিনি বহু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তাছাড়া নায়িকা হিসেবে ওবাদুল হকের পরিচালনায় ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
×