ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তি পাচ্ছে অরিনের ‘ছিন্নমূল’

প্রকাশিত: ০৬:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তি পাচ্ছে অরিনের  ‘ছিন্নমূল’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের নতুন চলচ্চিত্র অভিনেত্রী অরিন। সম্প্রতি নতুনদের মধ্যে যে কয়েকজন মেধাবী অভিনেত্রী আমাদের সংস্কৃতি অঙ্গণে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম অরিন। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের পুত্র কাজী মারুফকে নিয়ে ‘ছিন্নমূল’ নামে চলচ্চিত্র নির্মাণ করছেন। এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অরিন। জানা গেছে, আগামী ৪ মার্চ চলচ্চিত্রটি সারাদেশে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটি নিয়ে বিশেষভাবে আশাবাদী অরিন। এ প্রসঙ্গে অভিনেত্রী অরিন বলেন, চলচ্চিত্রের গল্পটি আমার দারুণ ভাল লেগেছে। আর কাজী হায়াত স্যারের মতো গুণী নির্মাতার চলচ্চিত্রে কাজ করতে পেরে গর্বিত বোধ করছি। আশা করছি দর্শকরা চলচ্চিত্রে আমার অভিনয় পছন্দ করবেন। তাদের উৎসাহ পেলে আরও ভাল ভাল কাজ উপহার দিতে পারব। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে অরিন আর বলেন, মূলত সমাজে যারা বঞ্চিত সেই সব মানুষের জীবন নিয়েই এর গল্প এগিয়ে গেছে। আমিও সেই সব মানুষদেরই একজন যারা কি না শুধু মাত্র বাঁচার তাগিদে জীবনের অনেক কিছুই বিসর্জন দেয়। একপর্যায়ে চলচ্চিত্রের নায়ক মারুফের সঙ্গে আমার পরিচয় ঘটে। জীবনযুদ্ধে সে আমার সহযোগী হতে চায়। দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু কঠিন বাস্তবতার মাঝে এই সম্পর্ক কত দূর যায় তা দেখার জন্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়া পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে। গত বছর এপ্রিলের প্রথম সপ্তাহেই নরসিংদীতে চলচ্চিত্রের শূটিং শুরু হয়। এরপর ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হয়। ‘ছিন্নমূল’ ছাড়াও অরিনের হাতে বর্তমানে ‘ভালবাসার রং সাদাকালো’ ও ‘রাত বারোটার পরে’ শিরোনামে দুটি চলচ্চিত্র রয়েছে। তার অভিনীত ‘রংবাজি’ চলচ্চিত্রের শূটিংও শেষ হয়েছে বলে জানা গেছে।
×