ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৫:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০১৬

কবিতা

আমাদের বর্ণমালা রবিউল হুসাইন অ আ ই ঈ আমাদের বর্ণমালা আমাদেরই উ ঊ ঋ ৯ সবার সঙ্গে মিলি এ ঐ ও ঔ অক্ষর ওড়ে প্রজাপতি মৌ ক খ গ ঘ ঙ আমাদের দেশ এই বঙ্গ চ ছ জ ঝ ঞ চারিদিকে মানুষের সঙ্গ ট ঠ ড (ড়) ঢ (ঢ়) ণ ভোলা কী যায় একুশ বাহান্ন ত থ দ ধ ন বাংলা কারো নয় পণ্য প ফ ব ভ ম বাংলা ভাষা মায়েরই সম য (য়) র ল শ ষ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও হ ক্ষ ং ঃ ঁ মায়ের ভাষাই ভালোবাসা-সিন্ধু শোকের মিছিল সুফিয়ান আহমদ চৌধুরী ফাগুনেতে শোকের ছবি ভাসছে চোখের পাতায় শিপলু ভাইয়া সেই কথাটি লিখছে বসে খাতায়। চলছে যখন ভাষার মিছিল ছুঁড়লো ওরা গুলি, শহীদ হলো সালাম-রফিক রাখতে মায়ের বুলি। অমনি করে ঝরল সেদিন অনেক তাজা ফুল, শোকের স্মৃতি শহীদ মিনার হয়নি যেতে ভুল। মায়ের মুখের গান খালেক বিন জয়েনউদদীন নোলকপরা মায়ের মতো আমার সোনার দেশ শাড়ির আঁচল বাতাস করে সবুজ শ্যামল বেশ। হিমালয়ের গঙ্গা জলে হাজার নদীর ধারা মায়ের বুকে দুধের নহর খোকন পাগলপাড়া। তারচেয়েও মিষ্টি মধুর মায়ের মুখের বলি চর্যাপদের আলোক বিভায় বন্ধ দুয়ার খুলি। নোলকপরা মায়ের ঘর আমার পুণ্যভূমি প্রীতির ডোরে আদর-স্নেহ রাঙা কদম চুমি। ষড়ঋতুর মুক্ত আকাশ ফসল ভরা মাঠ গোলাভড়ায় খিদে মেটায় দেখায় কত ঠাট। তারচেয়েও মিষ্টি মধুর মায়ের মুখের গান বিশ্বজুড়ে বর্ণমালা কণ্ঠে কথার বাণ। নোলকপরা মায়ের চোখে ভাষার ছবি আঁকি ধ্বনির মাঝে স্বপ্ন-সুধা বুকের ছায়ায় রাখি। একুশ তুমি ফারহানা মোবিন একুশ তুমি আমার সবুজ পাতা, তুমি আমার প্রিয় কবিতার খাতা। তুমি আমার ভাষা আমার ক, খ, তুমি শহীদ মিনার আমার গ, ঘ। তুমি আমার প্রাণের চাওয়া, রক্তের বিনিময়ে তোমাকে পাওয়া। একুশ তুমি শোক, তুমিই মায়া, তুমি দেশপ্রেম আর শান্তির ছায়া। শহীদ মিনার আইরীন নিয়াজী মান্না ভাষার জন্য প্রাণ দিয়েছেন হাজার মায়ের ছেলে, আমরা তাদের স্মরণ করি ফেব্রুয়ারি এলে। সারা বছর ওই বেদিতে জমতে থাকে ধুলো, ওপথে কেউ যাই না তখন দেই না একটি ফুলও। আবর্জনা জমতে থাকে কাটে বারো মাস, লাল ইটে ভেসে বেড়ায় বীরের দীর্ঘশ্বাস। ফেব্রুয়ারি এলেই মনে দেশপ্রেম জাগে, ফুল হাতে ছোটে সবাই গভীর অনুরাগে।
×