ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচনে প্রার্থীদের নাম যথাসময়ে ঘোষণা করা হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:০০, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ইউপি নির্বাচনে প্রার্থীদের নাম যথাসময়ে ঘোষণা করা হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী নয়। তারপরও বিএনপি নির্বাচনে যাচ্ছে। তিনি বলেন, সরকার বিএনপিকে কাউন্সিল করতে বাধা দিচ্ছে। এখনও ভেন্যু পাওয়া না গেলেও সরকারের সব বাধা উপেক্ষা করে ১৯ মার্চই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার দ্রুতই কাউন্সিলের জন্য ভেন্যুর অনুমতি দেবে বলে প্রত্যাশা করছি। শুক্রবার দুপুরে ছাত্রদলের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিভিন্ন জায়গায় শিশু হত্যার ঘটনায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, শিশু হত্যা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। ফখরুল বলেন, সরকারের দমননীতির কারণে সমগ্র দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনির্বাচিত এ সরকার কথা বলার অধিকার, সভা-সমাবেশ করার অধিকার ক্রমেই বন্ধ করে দিয়েছে। সভার অনুমতিও পাওয়া যায় না। ফখরুল বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার ষড়যন্ত্র করেছিলেন বলে যে অভিযোগ সরকারদলীয় একজন সাংসদ করেছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মূল সঙ্কট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে জিয়াকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করছে ক্ষমতাসীনরা। জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধের ঘোষক ছিলেন, তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন। দীর্ঘ নয় মাস লড়াই করে জিয়াউর রহমান বীরউত্তম উপাধি পেয়েছেন এবং পরবর্তীতে এই আধুনিক বাংলাদেশের সত্যিকার স্থপতি ছিলেন তিনি। সেই মানুষকে যদি কেউ অন্যভাবে চিহ্নিত করতে চায়, তাতে জনগণ বিভ্রান্ত হবে না। জামিনে মুক্ত এম কে আনোয়ার ॥ জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান। তবে অসুস্থতার কারণে তিনি আপাতত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। আজ রাত সাড়ে ১২টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন খালেদা জিয়া ॥ আজ শনিবার রাত সাড়ে ১২টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
×