ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তোয়াব খানসহ ১৬ বিশিষ্ট জনকে আজ একুশে পদক দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৪:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০১৬

তোয়াব খানসহ ১৬ বিশিষ্ট জনকে আজ একুশে পদক দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৬ বিশিষ্ট ব্যক্তিকে আজ শনিবার একুশে পদক প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেলা এগারোটায় পদক প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব বেগম আক্তারি মমতাজ। এ বছর ভাষা আন্দোলনে অবদানের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, ডাঃ সাঈদ হায়দার ও ড. জসীম উদ্দিন আহমেদ একুশে পদক পাচ্ছেন। ভাষা সংগ্রামী সৈয়দ গোলাম কিবরিয়াও এবার মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন। শিল্পকলায় এবার একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সঙ্গীতগুরু প-িত অমরেশ রায় চৌধুরী, সঙ্গীত শিল্পী শাহীন সামাদ, নৃত্যশিল্পী আমানুল হক ছাড়াও চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন মরণোত্তর একুশে পদক পাচ্ছেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। গবেষণায় বিশেষ অবদান রাখায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এবং মংছেন চীং মংছিন্ ২০১৬ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী এবার একুশে পদক পাচ্ছেন। পদক বিজয়ী প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম স্বর্ণপদক এবং নগদ দুই লাখ করে টাকা দেয়া হবে। তোয়াব খান ॥ দেশের খ্যাতিমান সাংবাদিকদের শীর্ষে তাঁর অবস্থান। সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন নির্ভীক সাংবাদিক তোয়াব খান। সুশৃঙ্খল, নির্মোহ, সময়ের নিরিখের যথার্থ অগ্রসরমান, উদার, মুক্তচিন্তার অধিকারী তোয়াব খান। আজও তিনি তারুণ্যের শক্তি নিয়েই পেশাগত জীবনে ছুটে চলছেন অবিশ্রান্ত গতিতে। বৈচিত্র্যে ভরপুর তাঁর সাংবাদিকতা জীবন। তিনি তোয়াব খানÑ যিনি শিশু বয়সেই দেখেছেন পঞ্চাশের মন্বন্তর, ব্রিটিশ শাসনের উগ্রতা, ’৪৭-এর দেশ ভাগ, বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালীর স্বাধীনতার মন্ত্রে জেগে ওঠার প্রয়াস, দেখেছেন পাকিস্তান সরকারের শাসনÑশোষণের রোষানল, ’৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পতন- যুক্তফ্রন্টের বিজয়, বঙ্গবন্ধুর ৬ দফার দাবিতে জেগে ওঠা স্বদেশ, ’৭১-এর মুক্তিযুদ্ধ। প্রতিটি ঘটনার ভেতরে শাণিত হয়েছে তাঁর চেতনা, পেশা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×