ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে পাওয়ার প্লান্টে আগুন- ট্রান্সফর্মার ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০১৬

সিদ্ধিরগঞ্জে পাওয়ার  প্লান্টে আগুন-  ট্রান্সফর্মার  ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ ফেরুয়ারি ॥ জেলার সিদ্ধিরগঞ্জে বিদ্যুতকেন্দ্রের অভ্যন্তরে ১০০ মে.ও. দেশ এনার্জি পাওয়ার প্লান্টের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে ওই বিদ্যুতকেন্দ্রের ৩নং ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে গেছে এবং অপর দুটি ট্রান্সফর্মারের আংশিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, ম-লপাড়া, ঢাকার ডেমরা ও সদর দফতরের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকা-ে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সিদ্ধিরগঞ্জে বিদ্যুতকেন্দ্রে অভ্যন্তরে অবস্থিত বেসরকারী সংস্থা ‘দেশ এনার্জি লিমিটেড’ পরিচালিত ১০০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রের ৩নং ট্রান্সফর্মারে শুক্রবার সকাল সাড়ে ৮টায় আকস্মিক আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যে পুরো ট্রান্সফর্মারে ছড়িয়ে পড়ে। পরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, ম-লপাড়া, ডেমরা ও ঢাকার সদর দফতর থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩নং ট্রান্সফর্মারটি পুড়ে গেছে। এরপর ওই ইউনিটে বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে যায়। ঢাকা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন জানান, ধারণা করা হচ্ছে প্রচ- গরম হয়ে (হিট) ট্রান্সফর্মারটিতে আগুনের সূত্রপাত ঘটেছে। দেশ এনার্জি বিদ্যুত কেন্দ্রের অপারেশন ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আমাদের ৫টি (এমভিএ) ট্রান্সফর্মারের মধ্যে ৩ নং ট্রান্সফর্মারটি পুরোপুরি ও দুটি ৪ ও ২ নং আংশিক পুড়ে গেছে। এছাড়াও ওই ট্রান্সফর্মার কেবল, পিসি, সিডিসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। আমাদের ট্রান্সফর্মারটি বন্ধ ছিল। গ্রিড থেকে পাওয়ার নিয়ে তা চালু করতে হয়। ধারণা করা হচ্ছে, গ্রিডে ভোল্টেজ বেশি হওয়ার কারণেই আগুনের সূত্রপাত ঘটেছে।
×