ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় ৪১ আইএস জঙ্গী নিহত

প্রকাশিত: ০৪:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৬

লিবিয়ায় মার্কিন বিমান হামলায়  ৪১ আইএস জঙ্গী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ লিবিয়ার তিউনিসীয় সীমান্তবর্তী সবরাতা শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ৪১ আইএস জঙ্গী নিহত হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গী সংগঠনটির দুইজন সিনিয়র নেতা রয়েছেন। শুক্রবার ভোরে কয়েকটি আইএস আস্তানা লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও এএফপির। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিহত এই দুই সিনিয়র নেতার মধ্যে একজন গত জুলাই মাসে তিউনিসিয়ায় জঙ্গী হামলার সঙ্গে জড়িত ছিলেন। এই নেতার নাম সম্ভবত নুরউদ্দিন শুশান। সবরাতার সরকারী কর্মকর্তা হোসেন আল দাওয়াদি বলেছেন, নিহত ৪১ আইএস নেতার মধ্যে বেশির ভাগই তিউনিসিয়ার নাগরিক। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাস্টন কার্টার গত সপ্তাহে আইএস নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওয়াশিংটন এখন থেকে আইএস নিধনে হামলা অব্যাহত রাখবে।
×