ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিদ্ধান্ত অমান্য করলে আজীবন বহিষ্কার

আওয়ামী লীগের ৭৩৯ ইউপি প্রার্থীর পূর্ণ তালিকা ঘোষণা

প্রকাশিত: ০৪:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের ৭৩৯ ইউপি প্রার্থীর পূর্ণ তালিকা ঘোষণা

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ২২ মার্চ প্রথম দফায় অনুষ্ঠেয় ৭৩৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে বৃহস্পতিবার ৫৫৮ এবং শুক্রবার দু’দফায় প্রথমে ১৪৪ এবং রাতে বাকি ৩৭টি মিলিয়ে ১৮১ জনের নাম ঘোষণা করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সব ইউনিয়ন পরিষদের একক প্রার্র্থিতা চূড়ান্ত করা হয়। শুক্রবার রাতেই আনুষ্ঠানিকভাবে ৭৩৯ ইউপির দলীয় প্রার্র্থিতা ঘোষণা করে দলটি। সূত্র জানায়, গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে আজীবন দল থেকে বহিষ্কার করবে আওয়ামী লীগ। জয়-পরাজয় যাই হোক বিদ্রোহীদের আর কখনও দলে নেয়া হবে না। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। এছাড়া দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদের নির্বাচনেরও ২১ টির দলীয় প্রার্র্থিতাও চূড়ান্ত করা হয়েছে শুক্রবারের বৈঠকে। এদিকে, সকালে ধানম-ি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীর নাম ঘোষণাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে যাতে দলে কোনভাবেই আশ্রয় পেতে না পারে সেসব বিষয় বিবেচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে। আওয়ামী লীগ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কেউই সন্ত্রাসী, বিএনপি-জামায়াত, বিতর্কিত কিংবা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নেই। এদিকে দল ঘোষিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা শুক্রবার দিনভর ধানম-ি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় প্রধানের স্বাক্ষর করা প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করেন। আজ শনিবারের মধ্যে ৭৩৯ জনের সবার কাছে এ চিঠি বিতরণ সম্পন্ন হবে। চিঠি সংগ্রহকে কেন্দ্র করে ধানম-ি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রীতিমতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনিবার্হী সদস্য একেএম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এক বিশাল সংগঠনে একটি ইউনিয়ন-ওয়ার্ডভিত্তিক সংগঠন রয়েছে। ইতিহাস এবং ঐতিহ্যের ধারায় বহু যোগ্য প্রার্থী ছিল। ইউপি নির্বাচনে বিএনপি-জামায়াত ও রাজাকারকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হচ্ছে বলে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে, তা ‘সত্য নয়’ দাবি করে তিনি বলেন, চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই প্রার্থীদের মনোনয়ন দেয়া হচ্ছে। সমাজবিরোধী কাউকে মনোনয়ন দেয়া হয়েছে এটা কেউ দেখাতে পারবে না। তিনি দৃঢ়কণ্ঠেই দাবি করেন, মুক্তিযুদ্ধবিরোধী, রাজাকার, আলশামস, জামায়াতে ইসলামী বা বিএনপির কেউ যেন দলের মনোনয়ন না পায়, এ জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে। তাই মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভের জন্য দলীয় সর্বস্তরের নেতাকর্মী আত্মনিয়োগ করবেন এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এবার দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ফলে গণতন্ত্রের ভিত্তিই কেবল মজবুত হবে না, বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটা মাইলফলক হয়ে থাকবে। ১৮১ ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থী হলেন যাঁরা ॥ আওয়ামী লীগ মনোনীত অবশিষ্ট ১৮১ প্রার্থীর মধ্যে রয়েছেন- পাবনার বেড়া উপজেলার ঢালাচর ইউনিয়নে মোঃ কোরবান আলী সরদার, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, মাসুমদিয়া ইউনিয়নে মিলাদ হোসেন, পুরান-ভারেংগা ইউনিয়নে এম রকিবুল্লাহ, রূপপুর ইউনিয়নে আবুল হাশেম উজ্জল, জাতসাখিনী ইউনিয়নে রেজাউল হক, নতুন ভারেংগা ইউনিয়নে আমজাদ হোসেন, কৈটোলা ইউনিয়নে শওকত ওসমান, চাকলা ইউনিয়নে ফারুক হোসেন, খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে আমির আলী গায়েন, বাগালি ইউনিয়নে আবদুস সামাদ গাজী, মহেস্বরিপুর ইউনিয়নে এইচ এম ইব্রাহিম, মহারাজপুর ইউনিয়নে জিএম আবদুল্লাহ আল মামুন, কয়রা ইউনিয়নে বাহারুল ইসলাম, উত্তর বেদকাশি ইউনিয়নে নুরুল ইসলাম সরদার, দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জিএম শামসুর রহমান। ফুলতলা উপজেলা সদর ইউনিয়নে শেখ রবিউল ইসলাম মন্টু, দামোদর ইউনিয়নে শরিফ মোঃ ভূইয়া, জামিরা ইউনিয়নে দলিল উদ্দিন মোল্লা ও আটরা-গিলাতলা ইউনিয়নে মুনিরুল ইসলাম। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে খলিলুল আলম, হীলা ইউনিয়নে এস কে আনোয়ার, বাহারছড়া ইউনিয়নে আজিজ উদ্দিন, সাবরাং ইউনিয়নে সোনা আলী, টেকনাফ ইউনিয়নে নুরুল আলম, সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নে মুজিবুর রহমান, মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নে শরীফ বাহাউদ্দিন, হোয়ানক ইউনিয়নে মোস্তফা কামাল, কালারমারছড়া ইউনিয়নে সেলিম চৌধুরী, মাতারবাড়ী ইউনিয়নে এনামুল হক, ধলঘাটা ইউনিয়নে কামরুল হাসান, ছোটমহেশখালী জিয়াউদ্দিন আলী, কুতুবজম ইউনিয়নে মোশারফ হোসেন খোকন। কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে ফরিদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউনিয়নে আরিফ মোশারফ, আলী আকবর ডেইল ইউনিয়নে নুরুস ছফা এমএ, কৈয়ারবিল ইউনিয়নে আলমগীর হোসেন, লেমশখালী ইউনিয়নে সৈয়দ আহমদ কুতুবী, উত্তর ধুরুং ইউনিয়নে ইয়াহিয়া খান কুতুবী, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে ইয়াজউদ্দিন তালুকদার, সাহাবাতপুর ইউনিয়নে আনিসুর রহমান, গয়হাটা ইউনিয়নে শেখ শামসুল হক, নাগরপুর ইউনিয়নে কুদরত আলী, সলিমাবাদ ইউনিয়নে দাউদ উল ইসলাম মিয়া, ধুবড়িয়া ইউনিয়নে মোঃ আবুল হাশেম, ভদ্রা ইউনিয়নে হাফিজুর রহমান, দুপতিয়ার ইউনিয়নে মতিয়ার রহমান, মামুদনগর ইউনিয়নে শেখ কামাল হোসেন, মোকনা ইউনিয়নে শরিফুল ইসলাম, পাকুটিয়া ইউনিয়নে এ্যাডভোকেট আজহারুল ইসলাম খান এবং আটগ্রাম ইউনিয়নে শওকত হোসেন। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা রশিদাবাদ ইউনিয়নে সিরাজুল আলম, লতিফাবাদ ইউনিয়নে মোঃ খলিল, মাইজখাপন ইউনিয়নে মোঃ আবুল কালাম আজাদ, মহিনন্দ ইউনিয়নে মনসুর আলী, বৌলাই ইউনিয়নে আমজাদ হোসেন, যশোদল ইউনিয়নে জাহিদ মিয়া, বিন্নাটি ইউনিয়নে আজহারুল ইসলাম, মারিয়া ইউনিয়নে মুজিবুর রহমান, চৌদ্দশত এবি সিদ্দিক খোকা, কর্শকাড়িয়াইল ইউনিয়নে বদর উদ্দিন, দানাপুতালী ইউনিয়নে সাখাওয়াত হোসেন তুলা, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে সৈয়দ মশিউর রহমান শিমুল, ধুলাসার ইউনিয়নে আবদুল জালিল, চাকামইয়া ইউনিয়নে হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউনিয়নে নাসির উদ্দিন মাহমুদ, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে হুমায়ুন কবির, মরিচবুনিয়া ইউনিয়নে দেলোয়ার হোসেন মৃধা, লোহালিয়া ইউনিয়নে কবির হোসেন, মাদারবুনিয়া ইউনিয়নে মিলন মাঝি, ছোটবিঘাই ইউনিয়নে আলতাফ হোসেন, বদরপুর ইউনিয়নে বিএম শাজাহান পারভেজ, মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে মনিরুল ইসলাম, মির্জাগঞ্জ ইউনিয়নে মনিরুল হক, আমড়াগাছিয়া ইউনিয়নে সুলতান আহমেদ, দেউলী-সুবিদখালী ইউনিয়নে আবদাল রাজ্জাক হাওলাদার, কাকড়াবুনিয়া ইউনিয়নে জাহাঙ্গীর আলম হাওলাদার, মজিদবাড়িয়া ইউনিয়নে গোলাম সারোয়ার কিসলু। দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে আলমগীর হোসেন, মুড়াদিয়া ইউনিয়নে মিজানুর রহমান ও আঙ্গারিয়া ইউনিয়নে রেজাউল হক রাজন। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে হামিদ খান, কলাখালী ইউনিয়নে দিদারুজ্জামান হাওলাদার, টোনা ইউনিয়নে হেমায়েত হোসেন তালুকদার, শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে জিএম ফিরোজ রাব্বানী। নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে বেলায়েত হোসেন ভুলু, মালিখালী ইউনিয়নে সুমন ম-ল, শাখারীকাঠী ইউনিয়নে শেখ আকতারুজ্জামান গাউছ, নাজিরপুর ইউনিয়নে মোশারফ হোসেন, শেখমাটিয়ায় এস এম কামরুজ্জামান, শ্রীরামকাঠী ইউনিয়নে এম এ মালেক বেপারী, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে সাইদুর রহমান, সোহাগদল ইউনিয়নে আবদুর রশিদ মিয়া, স্বরূপকাঠী ইউনিয়নে আল আমিন, আটঘরকুরিয়ানা ইউনিয়নে শেখর কুমার সিকদার, জলাবাড়ি ইউনিয়নে আজিত কুমার বড়াল, দৈহারী ইউনিয়নে প্রগতি ম-ল, গুয়ারেখা ইউনিয়নে সুব্রত কুমার ঠাকুর, সমুদয়কাঠি ইউনিয়নে মাহমুদ করিম, সুঠিয়াকাঠি ইউনিয়নে গাউস মিয়া, সারেংকাঠি ইউনিয়নে নজরুল ইসলাম, কাউখালী সয়নারঘুনাথপুর ইউনিয়নে কাজী রফিকুল ইসলাম, আমড়াজুড়ি ইউনিয়নে ভানু প্রতাপ দে, কাউখালী ইউনিয়নে আমির হোসেন মিল্টন, শিয়ালকাঠি ইউনিয়নে দেলোয়ার হোসেন সিকদার, চিড়াপাড়া ইউনিয়নে মাহমুদ খান খোকন এবং জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নে কবির হোসেন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে খান এনামুল করিম, তেলিখালী ইউনিয়নে শামসুদ্দিন হাওলাদার, ইকড়ি ইউনিয়নে হুমায়ুন কবির, ধাওয়া ইউনিয়নে বাদশা মিয়া, গৌরীপুর ইউনিয়নে ইসমাইল হোসেন তালুকদার, মঠবাড়িয়া উপজেলার তুষখালী শাজাহান হাওলাদার, ধানীসাফা ইউনিয়নে হারুনুর রশিদ, মিরুখালী ইউনিয়নে আবদুস সোবহান শরীফ, দাউদখালী ইউনিয়নে ফজলুল হক খান, টিকিকাটা ইউনিয়নে রফিকুল ইসলাম রিপন, বেতমোররাজপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেন আকন্দ, আমড়াগাছিয়া ইউনিয়নে সুলতান মিয়া, সাপলেজা ইউনিয়নে মিরাজ মিয়া, হলতা গুলিসাখালী ইউনিয়নে রিয়াজুল আলম, বড়মাছুয়া ইউনিয়নে নাছির আহমেদ। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে মোঃ মোজাম্মেল হক, চরমানিকা ইউনিয়নে শফিউল হাওলাদার, হাজারীগঞ্জ ইউনিয়নে শরীফ হোসেন, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম প-িত, এওয়াজপুর ইউনিয়নে মাহমুদ আলম, জাহানপুর ইউনিয়নে ইউনুস মিয়া, চরকলমী ইউনিয়নে মোঃ কাউসার, নজরুল নগর ইউনিয়নে রুহুল আমিন হাওলাদার, মুজিবনগর ইউনিয়নে আবদুল ওয়াদুদ মিয়া, ঢালচর ইউনিয়নে আব্দুস সালাম হাওলাদার এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন শাহরিয়ার চৌধুরী। এদিকে শুক্রবার রাতে অবশিষ্ট ৩৭ ইউনিয়ন পরিষদের দলীয় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছে- টুঙ্গীপাড়ার বর্ণি ইউনিয়নে শফিকুল ইসলাম, পাটগাতী ইউনিয়নে মিলন মোল্লা, কুশলী ইউনিয়নে মোহাম্মাদ খালিদ হোসেন, ডুমুরিয়া ইউনিয়নে কবির আলম তালুকদার, গোপালপুর ইউনিয়নে সুষেন সেন, মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর ইউনিয়নে রাজন মিয়া, পাঁচ্চর ইউনিয়নে দেলোয়ার হাওলাদার, মাদবরেরচর ইউনিয়নে চৌধুরী সুলতান মাহমুদ, চরজানাজাত ইউনিয়নে বজলুর রহমান সরকার, কাঠালবাড়ি ইউনিয়নে মোহসেন উদ্দিন, দ্বিতীয়খ- ইউনিয়নে মাহফুজুল করিম, কুতুবপুর ইউনিয়নে আতিকুর রহমান মাদবর, ভা-ারীকান্দি ইউনিয়নে শওকত হোসেন নান্নু, কাদিরপুর ইউনিয়নে বিএম জাহাঙ্গীর হোসেন, বাঁশকান্দি ইউনিয়নে আবুল বাশার মিয়া, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে অলিউল্লাহ, বহেরাতলা উত্তর ইউনিয়নে জাকির হোসেন হায়দার, নিলখী ইউনিয়নে মোঃ ওয়াসিম, শিরুয়াইল ইউনিয়নে আতিকুর রহমান মুরাদ হাওলাদার, দত্তপাড়া ইউনিয়নে মুরাদ মিয়া এবং বন্দরখোলা ইউনিয়নে নিজাম উদ্দিন বেপারি। এছাড়া ভোলা জেলার তমুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে মোহাম্মদ ফকরুল আলম, চাঁচড়া ইউনিয়নে আবু তাহের, সন্তুপুর ইউনিয়নে ফজলুল হক, লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ফরিদুল হক, ধলীগৌরনগর ইউনিয়নে হেদায়তুল ইসলাম মিন্টু মিয়া, লালমোহন ইউনিয়নে শাহাজান মিয়া এবং রমাগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে উবায়দুল হক, রামভদ্রপুর ইউনিয়নে দুদু মিয়া, ভাইটকান্দী ইউনিয়নে আলাউদ্দিন আহমেদ, সিংহেশ্বর ইউনিয়নে শাহা আলী, ফুলপুর ইউনিয়নে কামরুল হাসান রানা, পয়ারী ইউনিয়নে এনামুল কবির, রহিমগঞ্জ ইউনিয়নে আবু ছাইদ সরকার, রুপসী ইউনিয়নে শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউনিয়নে এ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার এবং বওলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হারুন অর রশিদ।
×