ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিডিয়া কাপ ব্যাডমিন্টন সমাপ্ত

প্রকাশিত: ০৪:২৯, ২০ ফেব্রুয়ারি ২০১৬

মিডিয়া কাপ ব্যাডমিন্টন  সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় মিডিয়া কাপ ব্যাডমিন্টন। মেন’স সিঙ্গেলস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনা টেলিভিশনের শাফিক পাহাড়ি। এই ক্যাটাগরিতে দিনের সর্ব্বোচ্চ উত্তেজনার ম্যাচে রানারআপ চ্যানেল একাত্তরের আব্দুলাহ রাহি। ম্যান ডাবলস ক্যাটাগরিতে শরিফুল-আশরাফুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন যমুনা টেলিভিশনের পাহাড়ি-মনজুর জুটি। ওমেন’স সিঙ্গেলস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন শার্লি জাহান শিশির। টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচে রানারআপ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফারহানা ইয়াসমিন লোপা। ওমেন’স ডাবলস ক্যাটাগরিতে যমুনার টেলিভিশনের সুজানা ও শিশির জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লোপা ও প্রিমা জুটি। চ্যানেল একাত্তরের রাহি-দিপা জুটিকে হারিয়ে মিক্সড ডাবল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনার পাহাড়ি-শার্লি জুটি। দেশের সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় আসরের সমাপনী দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এ্যাডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল-বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি রানা হাসান এবং স্পনন্সর প্রতিষ্ঠানের অন্যান্য অতিথিবর্গ। আজহার ও ভিভের দ্বারস্থ পাকিস্তান স্পোর্টস রিপোর্টার ॥ এখনও মাঠের ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন আজহার মাহমুদ। চলমান পাকিস্তান ক্রিকেট লীগসহ (পিএসএল) খেলছেন বিশ্বের আলোচিত সব ঘরোয়া টি২০ টুর্নামেন্টে। সেই আজহারকেই দলের বোলিং কোচ হিসেবে বেছে নিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানী বংশোদ্ভূত ৪০ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিককে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। প্রাথমিকভাবে এশিয়াকাপ ও টি২০ বিশ্বকাপে মুশতাক আহমেদের স্থলাভিষিক্ত হবেন আজহার। জাতীয় দলের বোলিং কোচের চাকরি ছেড়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান কোচ হতে আগ্রহী স্পিন লিজেন্ড মুশতাক, আরেক গ্রেট ওয়াসিম আকরাম দায়িত্ব ছাড়ার পর থেকে যে পদটি খালি পড়ে আছে। পাকিস্তানের বোলিং কোচ হওয়ার কথা স্বীকার করে আজহার সংবাদ মাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের সঙ্গে কাজ করতে পিসিবিই আমাকে প্রস্তাব দেয়। জানতে চাওয়া হয়, দায়িত্ব নিতে প্রস্তুত কি না? আমি সেই প্রস্তাবে সাড়া দিয়েছি। পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজের দায়িত্ব পালনের সুযোগ পাওয়াটা আমার জন্য দারুণ সম্মানের।’ ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন অলরাউন্ডার আজহার। ১৪৩ ওয়ানডেতে পেস বোলিং করে নিয়েছেন ১২৩ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ৩ হাফসেঞ্চুরিসহ করেছেন ১৫২১ রান। ২১ টেস্টে ৩ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরির সমন্বয়ে সংগ্রহ ৯০০ রান। সাদা পোশাকে নিয়েছেন ৩৯ উইকেট। কেবল আজহার নয়, পাকিস্তানের কোচিং স্টাফে আরও একটি বড় সংযুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যাটিং কোচ অথবা পরার্শক হিসেবে দায়িত্ব নিতে পারেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। খবরে প্রকাশ, টি২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের আগেই ভিভকে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পিসিবি।
×