ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিওর শেষ আটে নাদাল

প্রকাশিত: ০৪:২৯, ২০ ফেব্রুয়ারি ২০১৬

রিওর শেষ আটে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ রিও ডি জেনেরিওর ক্লে-কোর্টের ইভেন্টে জয়ের দেখা পেয়েছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার সরাসরি সেটে তিনি ৬-৩ এবং ৭-৫ গেমে হারান নিকোলাস এ্যালেমগ্রোকে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করতে পেরে সন্তুষ্ট নাদাল। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখারও প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪ গ্র্যান্ডসøাম জিতেছেন নাদাল। কিন্তু সর্বশেষ মেজর শিরোপাটা দুই বছর আগের। এরপর আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েন এই স্প্যানিয়ার্ড। যা তার ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে পারফর্মেন্স। সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই রিও ডি জেনেরিওতে চলমান ক্লে কোর্টের লড়াইয়ে নিজের সেরাটা দিতে চান তিনি। তার প্রমাণ দিয়েছেন দ্বিতীয় পর্বেই। র‌্যাঙ্কিংয়ের ৫৩তম স্থানে থাকা এ্যালেমগ্রোকে হারিয়ে। বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের পাঁচ নাম্বারে থাকা নাদালের মূল লক্ষ্য ফ্রেঞ্চ ওপেন। কেননা তার ক্যারিয়ারের ১৪ মেজর শিরোপার ৯টি যে এখানে। যে কারণে ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে দারুণভাবে প্রস্তুত করতে চান স্প্যানিশ এই টেনিস তারকা।
×