ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবাইকে ছাড়িয়ে মেসি-সুয়ারেজ

প্রকাশিত: ০৪:২৯, ২০ ফেব্রুয়ারি ২০১৬

সবাইকে ছাড়িয়ে  মেসি-সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছর ২০১৬ সালেও অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে বার্সিলোনা। দলটির তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার আছেন তুখোড় ফর্মে। বিশেষ করে মেসি ও সুয়ারেজ ছাড়িয়ে গেছেন সবাইকে। এখন পর্যন্ত ইউরোপের সর্বোচ্চ গোলদাতার কাতারে শীর্ষে অবস্থান করছেন এই দুই তারকা। শুধু তাই নয়, সুয়ারেজ দুর্দান্ত ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করে বার্সিলোনার ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এমন স্বর্ণ সময়ের মধ্যেই স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঠে নামছে কাতালানরা। আজ রাতে এ্যাওয়ে ম্যাচে বার্সার প্রতিপক্ষ স্বাগতিক লাস পালমাস। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও পালমাসকে সমীহ করছেন কাতালান কোচ লুইস এনরিকে। রবিবার মাঠে নামবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ মালাগা। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকো লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। এখন পর্যন্ত পরিসংখ্যানে ইউরোপীয় ফুটবলে গোল করার দিক দিয়ে এগিয়ে আছেন দুই বার্সা তারকা মেসি ও সুয়ারেজ। দু’জনেই যৌথভাবে আছেন প্রথম স্থানে। করেছেন সর্বোচ্চ ১৪ করে গোল। বার্সার আরেক তারকা নেইমারের জায়গা হয়নি সেরা পাঁচে। ১১ গোল করে দুইয়ে আছেন ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনর সুইডিশ তারকা জ¬াতান ইব্রাহিমোভিচ। ৯ গোল করে তিনে আছেন ম্যানচেস্টার সিটির সার্জিও এ্যাগুয়েরো ও সেভিয়ার কেভিন গামেইরো। ৮ গোল করে চার নম্বরে আছেন পাঁচজন। এর মধ্যে আছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমা। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সুয়ারেজ। বার্সিলোনার হয়ে প্রথম মৌসুমেই জিতেছেন ঐতিহাসিক ট্রেবল। চলতি মৌসুমেও গোল করাটা অভ্যাসে পরিণত করেছেন। লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচে রেকর্ড ৩০০তম গোল করে অনন্য মাইলফলক গড়েন লিওনেল মেসি। তবে মেসিময় রাতে সুয়ারেজের কীর্তিটি যেন আড়ালেই থেকে যায়! ওই ম্যাচে মেসির জোড়া গোলের সঙ্গে একটি গোল করে বার্সার রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন সুয়ারেজ। স্পেনের সংবাদমাধ্যম জানাচ্ছে, বার্সার দীর্ঘ ইতিহাসে সুয়ারেজ চতুর্থ খেলোয়াড়, যিনি এক মৌসুমে ৪০ গোল করেছেন। সুয়ারেজের আগে প্রয়াত স্প্যানিশ স্ট্রাইকার মারিয়ানো মার্টিন (৪২ গোল, ১৯৪২-৪৩ মৌসুম), ব্রাজিলিয়ান ‘ফেনোমেনন’ রোনাল্ডো (৪৭ গোল, ১৯৯৬-৯৭) ও মেসি এ কীর্তি গড়েন। এর মধ্যে গত ছয় মৌসুমেই ৪০ গোলের বেশি করেছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা তারকা মেসি। সুয়ারেজের সর্বোচ্চ গোল করেছেন আয়াক্সের হয়ে। ২০০৯-১০ মৌসুমে তিনি ডাচ্ ক্লাবটির হয়ে ৪৯ বার প্রতিপক্ষের জালে বল পাঠান। আর চলতি মৌসুমে ৩৬ ম্যাচেই করে ফেলেছেন ৪০ গোল। বার্সার হয়ে শেষ ছয় ম্যাচেই গোল উৎসবে মেতেছেন তিনি। যে কারণে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়েও এগিয়ে আছেন সুয়ারেজ। লা লিগায় ইতোমধ্যেই ২৪ গোল করে শীর্ষে আছেন তিনি। আজ লা লিগায় মাঠে নামার আগে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলটিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তারা। শিরোপার আরেক দাবিদার তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩। অন্যদিকে ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পালমাস আছে তালিকার ১৮তম স্থানে। লীগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। সম্প্রতি স্পেনের ক্লাবগুলোর মধ্যে টানা অপরাজিত থাকার নিজেদের রেকর্ড ভাঙ্গা বার্সিলোনার খেলোয়াড়রাও ভাল করেই জানে, এ ম্যাচে তারাই ফেবারিট। তবে পালমাস ম্যাচের আগে তাদের কণ্ঠে শুধুই মনোযোগ ধরে রাখার প্রত্যয়। বার্সিলোনা ডিফেন্ডার আলেক্স ভিদাল সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেন, আমি ছোট দলের হয়ে খেলেছি। যেখানে লক্ষ্য হচ্ছে উপরের দিকে থাকা। আর বড় দলগুলোর বিপক্ষে ম্যাচে তাদের থাকে বাড়তি অনুপ্রেরণা। মিডফিল্ডার ইভান রাকিটিচও সতর্ক। ক্রোয়েশিয়ান এই ফুটবলার বলেন, লীগ শেষ হতে এখনও লম্বা পথ বাকি। কিছুই ঠিক হয়ে যায়নি। আমরা সবাই যেটা করতে পারি তা হলো ম্যাচে মনোযোগ দেয়া। ১৯৮৬ সালের পর বার্সিলোনা পালমাসের কাছে লীগে আর কোন ম্যাচ হারেনি। ৩-০ গোলের সেই হারের পর স্পেনের শীর্ষ লীগে নয়বার পালমাসের মুখোমুখি হয়েছে বার্সা। এর মধ্যে ৫টিতে জিতেছে, ড্র হয়েছে চার ম্যাচ।
×