ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ থেকে প্রস্তুতি শুরু মাশরাফিদের

প্রকাশিত: ০৪:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৬

আজ থেকে প্রস্তুতি শুরু মাশরাফিদের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে এশিয়া কাপ আসর। এশিয়ার ক্রিকেট বিশ্বকাপ হিসেবে বিবেচিত এ আসরটি এবার টি২০ ফরমেটে অনুষ্ঠিত হবে। আর সে কারণেই বাংলাদেশ দলও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। গত মাসেই জিম্বাবুইয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি২০ খেলে নিজেদের এ ফরমেটে শক্তিমত্তা ও দুর্বলতা বুঝে ওঠার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। এবার বড় দুটি আসর এশিয়া কাপ ও বিশ্বকাপের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি। দুই দফায় খুলনা ও চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এবার দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য অনুশীলন করবে বাংলাদেশ। আজ দুপুরেই শুরু হচ্ছে সেই প্রস্তুতি। ইতোমধ্যেই এশিয়া কাপের বাছাইপর্ব খেলছে আইসিসির চার সহযোগী সদস্য দেশ। আগামী বুধবার মূল পর্ব শুরু হবে। তাই আপাতত এশিয়া কাপের জন্যই প্রস্তুত হবে মাশরাফি বিন মর্তুজার দল। যদিও এশিয়া কাপে অপরিহার্য ওপেনার তামিম ইকবাল থাকছেন না। তিনি সন্তান সম্ভবা স্ত্রীর জন্য ছুটি পেয়েছেন। তবে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ খেলে দেশে ফেরা সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমরা থাকছেন। এবারই প্রথম এশিয়া কাপ ভিন্ন ফরমেটে আয়োজিত হচ্ছে। এর আগে কখনও টি২০ ফরমেটে এ টুর্নামেন্ট আয়োজিত হয়নি। কিন্তু টি২০ বিশ্বকাপ আসন্ন, এ বিষয়টা মাথায় রেখেই এবার এশিয়া কাপ হবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরমেটে। এছাড়াও প্রথমবারের মতো আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ খেলার জন্য বাছাই পর্ব। বাছাই খেলে সেরা দলটাই মূল পর্বে খেলবে। সেখানে আছে চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। উদ্বোধনী দিনেই বাংলাদেশ দল মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। টি২০ ফরমেটে বাংলাদেশ দল অন্যদের চেয়েও বেশ পিছিয়ে। ওয়ানডে ক্রিকেটে বড় ধরনের পরাশক্তি পরিণত হওয়ার অবস্থানে চলে গেলেও টি২০ ফরমেটে এখন পর্যন্ত নিজেদের সেভাবে গুছিয়ে নিতে পারেনি টাইগাররা। সেটার প্রমাণ মিলেছে সর্বশেষ দুটি টি২০ সিরিজে। জিম্বাবুইয়ের বিপক্ষে গত বছরের নবেম্বর দুই ম্যাচের টি২০ সিরিজ ড্র এবং গত বছর চার ম্যাচের টি২০ সিরিজ ২-২ সমতায় শেষ করার পর দুর্বলতাটাও স্পষ্ট হয়ে গেছে। কারণ জিম্বাবুইয়ের বিপক্ষে তাদেরই মাটিতে এবং আরব আমিরাতে সহযোগী সদস্য দেশ আফগানিস্তান টি২০ সিরিজ জিতেছে এর মধ্যে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে হারেনি। বিশেষ করে শেষ টি২০ সিরিজের বিষয়টা একেবারেই ভোলার নয়। কারণ বাংলাদেশ দল টানা দুই ম্যাচ জিতে গিয়েছিল সহজেই। এরপর আর জিম্বাবুইয়ে হারেনি, টানা দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে। অবশ্য, দুই ম্যাচ জয়ের পর বাংলাদেশ দল বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে। সেটা মূলত বিশ্বকাপে সঠিক সমন্বয় খোঁজার জন্যই। বেশকিছু পরিবর্তন দেখা গেছে দলে। সেই পরীক্ষাগার থেকে বিশ্বকাপের মূল দলে ঠাঁই করে নিয়েছেন নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি। এছাড়াও আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। এবার এ তিন তরুণের জন্য অগ্নিপরীক্ষা এশিয়া কাপেই। নিজেদের সামর্থ্য ও যোগ্যতা কতখানি সেটা প্রমাণের সুযোগ পাবেন এশিয়া কাপের মতো বড় আসরে প্রথমবারের মতো খেলে। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে চার টি২০ ম্যাচই খেলেছেন সোহান, দুটি খেলেছেন রনি। তবে মিঠুন আগে খেললেও এ সিরিজটায় সুযোগ পাননি খেলার। তাই তামিমের অনুপস্থিতিতে এ তরুণ একটি সুযোগ পেতে পারেন নিজেকে মেলে ধরার। তামিম এশিয়া কাপ খেলবেন না সেটা আগেই নিশ্চিত হয়েছিল। কারণ এশিয়া কাপ চলার সময়েই সন্তান সম্ভবা স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাবনা আছে। তাই আগেভাগেই ছুটি নিয়েছেন। এ কারণে বিশ্বকাপের জন্য ঘোষিত দলটিতে শুধু তামিমের জায়গায় এশিয়া কাপ খেলার সুযোগ পেয়ে গেছেন ইমরুল কায়েস। এছাড়াও জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ না খেলা অলরাউন্ডার নাসির হোসেন ফিরেছেন দলে। তরুণ পেসার তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে জিম্বাবুইয়ে সিরিজেই ফিরেছেন। তিনিও থাকছেন। আর সম্প্রতিই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ খেলে তামিমের সঙ্গে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। পিএসএল খেলে নিজেদের টি২০ মেজাজটাকে টিকিয়ে রাখতে পেরেছেন এ তিন ক্রিকেটার। তারাও এ অনুশীলনে থাকছেন। শুধু থাকছেন না তামিম। এছাড়াও জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ শেষে ১০ দিন খুলনায় অনুশীলন করেছে টাইগাররা, নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক টি২০ ক্রিকেটও খেলেছে। আবার সম্প্রতিই বন্দরনগরী চট্টগ্রামেও কয়েকদিন অনুশীলন করে ফিরেছেন তারা। এবার মূল প্রস্তুতি শুরু হবে মিরপুরে। আজই শুরু হচ্ছে টাইগারদের মূল অনুশীলন।
×