ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চারণ কবি বিজয় সরকারের জন্ম দিন আজ

প্রকাশিত: ০৪:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৬

চারণ কবি বিজয় সরকারের জন্ম দিন আজ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৯ ফেব্রুয়ারি ॥ অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণ কবি বিজয় সরকারের ১১৪তম জন্মদিন আজ। এই গুণী শিল্পী ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে কবির জন্মস্থান সদর উপজেলার ডুমদি গ্রামের বিজয় সদনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- কবির প্রতিকৃতিতে মাল্যদান, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, আলোচনা, নগর কীর্তন, বিজয়গীতি ও জারিগানের আয়োজন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে পরলোকগমন করেন বিজয় সরকার। বিজয় সরকার তার ভক্ত ও স্থানীয়দের কাছে ‘পাগল বিজয়’ হিসেবেই সমধিক পরিচিত। তিনি নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে ম্যাট্রিক পর্যন্ত। তিনি এক হাজার ৮শ’ গান রচনা করেছেন বলে জানা যায়। কলাপাড়ায় জরিপ ॥ ৭০ রোহিঙ্গা পরিবার শনাক্ত নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ ফেব্রুয়ারি ॥ কলাপাড়ার মৎস্যবন্দর মহীপুর-আলীপুরে অন্তত ৭০টি রোহিঙ্গা পরিবার শনাক্ত করা হয়েছে, যাদের লোকসংখ্যা প্রায় তিন শ’। এরা সবাই মিয়ানমারের নাগরিক বলে জরিপ সংস্থা উপজেলা পরিসংখ্যান অফিস সূত্র নিশ্চিত করেছে। তবে এর সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সরকারী উদ্যোগে ১২ ফেব্রুয়ারি থেকে রোহিঙ্গা জরিপের কাজ শুরু হয়েছে। শেষ হবে (আজ) শনিবার। মহিপুর ইউনিয়নের নজিবপুর, লতাচাপলী ইউনিয়নের আলীপুর ও ফাঁসিপাড়ায় অবস্থান এ রোহিঙ্গাদের। জানা গেছে, আলীপুরের সরকারী দলের এক প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে রোহিঙ্গারা এখানে অবস্থান করছে। এদের মধ্যে কয়েক চিহ্নিত মাদক কারবারি রয়েছে। রয়েছে চোরাচালানিও। এতিমখানা পরিদর্শন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৯ ফেব্রুয়ারি ॥ মোহনগঞ্জে শুক্রবার দুপুরে সুুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ সমাজকল্যাণ বালিকা এতিমখানা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এতিমরা নামে এতিম। ওদের দেখভালের জন্য উপরে আল্লাহ রয়েছেন। পরে এতিম বালিকাদের মাঝে মিষ্টি ও বিছানার ছাদর বিতরণ করেন তিনি। মেহেরাজ সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনির হোসেন, মোঃ মিজবাহ উদ্দিন আহমেদ, মোহনগঞ্জ থানার ওসি প্রমুখ। ফিচার প্রদর্শনী বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন উপলক্ষে ফিচার প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে আয়োজিত ওই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. একেএএম জাকির হোসেন, অধ্যাপক ড. আলমগীর হোসেন, অধ্যাপক ড. গোলাম ফারুখসহ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টায় রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটক মাগুরা জেলার প্রফুল্ল সিকদারের পুত্র প্রলয় সিকদার (৩১)। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে সেন্টমার্টিনে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়ার পর রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। সাভারে আহত ৩০ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ শ্রমিক। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় একটি ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে আশুলিয়ার ডিইপিজেডের ইউকেক গার্মেন্টসের শ্রমিকরা ধামরাইয়ের মহীশাসী এলাকায় মোহাম্মদীয়া গার্ডেনে বনভোজনের জন্য ‘এন.এন.বি’ নামের একটি পরিবহনে রওনা দেয়। বাসটি কেলিয়া এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে খাদে পড়ে যায়।
×