ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে ধর্ষিত কিশোরীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৬

প্রেমিকের ডাকে সাড়া  দিয়ে ধর্ষিত কিশোরীর  আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রেমের টানে ঢাকা থেকে এসে রাজশাহীতে প্রেমিকের প্রতারণা ও ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়েছে এক কিশোরী। বিয়ের প্রলোভন দিয়ে ডেকে এনে কয়েক দফা ধর্ষণ করা হয়েছে তাকে। তিন দিন আগের এ ঘটনায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অচেতন থাকার পর অবশেষে মুখ খুলেছে ওই কিশোরী। রামেক হাসপাতালে অজ্ঞাত হিসেবে ভর্তি করা হলেও এখন তার পরিচয় মিলেছে। বর্তমানে ওই কিশোরী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। হাসপাতালের ওসিসি আইন সহায়তা কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমা খাতুন জানান, অজ্ঞাত হিসেবে ভর্তি হলেও ওই কিশোরী কিছুটা সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার মুখ খুলেছে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল মেয়েটি। জানা যায়, ওই কিশোরীর বাড়ি জেলার তানোর উপজেলায়। সে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে। সেখান থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। বাড়ি এসে প্রেমিকের ডাকে সাড়া দেয়। মঙ্গলবার বিকেলে কয়েক দফায় তাকে ধর্ষণ করে প্রেমিক জেলার পবা উপজেলার খুপেরহাট বাজারের মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসায়ী রাব্বি হোসেন। এরপর থেকে সে হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়েছে। তবে অভিযোগ না পাওয়ায় এ নিয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। ধর্ষণের শিকার কিশোরী জানায়, সম্পর্কের জের ধরে মঙ্গলবার বিকেলে প্রেমিক রাব্বি তাকে বিয়ের প্রলোভন দিয়ে খুপেরহাট বাজারে তার দোকানে ডেকে নেয়। এরপর পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় তাকে। সেখান থেকে বিকেলেই আবার রাজশাহী শহরের একটি হোটেলে নিয়ে কয়েক দফা ধর্ষণ করে। কিন্তু এরপর আর বিয়ে করতে রাজি হয়নি রাব্বি। এতে ক্ষোভে ওই কিশোরী পরের দিন বুধবার পুনরায় খুপেরহাট বাজারে গিয়ে প্রেমিকের দোকানের সামনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা ওই কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসে। পরে অজ্ঞাত হিসেবে ওই কিশোরীকে হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কামরুল সভাপতি আফজল সম্পাদক কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ দীর্ঘ ১৯ বছর পর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুক্রবার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ নিজ জেলায় দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন, তিন বছর পরপর দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে জেলায় কেন হবে না। সময়মতো কাউন্সিল করতে না পারায় অনেক ত্যাগী সাবেক নেতা কাক্সিক্ষত পদ-পদবিতে যেতে পারেন না। এমনটি যেন আর না হয় সেজন্য নেতাদের নির্দেশ প্রদান করেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউল ইসলাম, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট এম.এ আফজলের নাম ঘোষণা করেন সৈয়দ আশরাফুল ইসলাম। এই দুই নেতার নাম ঘোষণার ফলে দীর্ঘদিন পর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারমুক্ত হলেন। মুন্সীগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন পটচিত্রশিল্পী সম্ভু আচার্য্য, নাট্যকার নাদের চৌধুরী, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, প্রবীর কুমার গাঙ্গুলী, অভিজিত দাস ববি, তানভীর হাসান প্রমুখ। বান্দরবানে পাঁচ শ’ নেতাকর্মী বিএনপি ছাড়ছে নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৯ ফেব্রুয়ারি ॥ পার্বত্য জেলা সদর ও লামা পৌরসভার বিএনপির সাত কাউন্সিলরসহ পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছে। বান্দরবান জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বান্দরবান সদর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর আবুল খায়ের আবু ও আবুল কালাম, লামা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার জোসনা বেগম, কাউন্সিলর ফরিদ উদ্দিন, আবু ছালাম, জাকির হোসেন ও ইউসুফ আলী। কাউন্সিলররা গত পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি স্থানীয় রাজার মাঠে পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে কাউন্সিলে জেলার দুই পৌরসভার বিএনপি সমর্থিত কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেবেন।
×