ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় লক্ষাধিক লোকের দুর্ভোগ ১৮ কি.মি সড়ক

প্রকাশিত: ০৪:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁয় লক্ষাধিক লোকের দুর্ভোগ ১৮ কি.মি সড়ক

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ মান্দা উপজেলার ফেরিঘাট থেকে নিয়ামতপুর পর্যন্ত ১৮ কি.মি রাস্তার এখন বেহালদশা। যান চলাচল তো দূরের কথা, পথচারীদেরও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর মধ্যে মান্দার ফেরিঘাট থেকে থানা হয়ে কালিকাপুর পর্যন্ত রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গোটা রাস্তায় পিচ-খোয়া উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্তে যানবাহনের চাকা পড়ে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই। অসমতল, এবড়োথেবড়ো নিয়ামতপুরের ওই একমাত্র রাস্তাটির এমন বেহালদশা জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। নিয়ামতপুর উপজেলা ও মান্দার কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের থানা ও জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, বিষয়টি এলাকার মন্ত্রী-এমপিদের নজরে না থাকায় জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ থেকে রাস্তাটি সংস্কারের টেন্ডার এবং ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, সংশ্লিষ্ট ঠিকাদার মাসখানেক আগে কাজও শুরু করে। কিন্তু মাঝে মাঝে দুই-চারটি ইট দিয়ে রাস্তার পাশে সামান্য খোয়া দিয়ে তাদের আর কাজে আসতে দেখা যায় না। তাদের মতে, টেন্ডার ভাগাভাগির কারণে সংশ্লিষ্ট ঠিকাদার তার খেয়াল খুশিমতো কাজ করছে। ফলে জনগণের ভোগান্তির দিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। ওই রাস্তা সম্পর্কে কিছু জানতে গেলেই কাজ শুরু করা হয়েছে বলে সাফ জানিয়ে দেয়া হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, মান্দার ফেরিঘাট ব্রিজের মোড় থেকে থানা হয়ে কালিকাপুর মোড় পর্যন্ত রাস্তাটির দুর্বিষহ অবস্থা। এইটুকুর মধ্যে রয়েছেÑ মান্দা মোমিন সাহানা ডিগ্রী কলেজ, পাইলট হাই স্কুল, ডাকবাংলো, থানা ভবন এবং ব্যাংক। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগাযোগের এটিই একমাত্র রাস্তা। অথচ জরুরীভিত্তিতে রাস্তাটি সংস্কারের কোন তদারকি নেই কারও। রাস্তাটির দুইপাশে মাঝে-মধ্যে দুই-চারটি ইট পুঁতে সামান্য খোয়া ঢেলে রাখা হয়েছে। তবে সে কাজটিও প্রায় মাসখানেক আগে বলে স্থানীয়রা জানান। এরপর ওই রাস্তায় লেবার-মিস্ত্রি বা ঠিকাদারের লোকজনকে চোখে পড়েনি। মান্দা কলেজ ও স্কুলের সামনে, থানার সামনে, নিয়ামতপুর কলেজের সামনের ভাঙ্গাচোরা রাস্তা পথচারীদের পাশাপাশি ছাত্রছাত্রীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি করেছে। এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এনামুল হক জানান, জরুরীভিত্তিতে রাস্তাটির সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে।
×