ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে তীব্র যানজট

প্রকাশিত: ০৪:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টানা কয়েক দিনের ছুটিতে শুক্রবার সকাল থেকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে শিশুসহ সকল যাত্রী। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ কামরুজ্জামান দুপুর ২টায় জানান, এখন সকালের চেয়ে যানজট কমে এসেছে। মেঘনা সেতু থেকে সোনারগাঁওয়ের মুগরাপাড়া ৫ কিলোমিটার এলাকাজুড়ে এখনও যানজট আছে। সকাল থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি। টানা কয়েক দিনের ছুটি পাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। এদিকে টানা চার দিনের ছুটিতে সকাল থেকেই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে ছিল ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। শিমুলিয়াপ্রান্তে কয়েক শ’ যান পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঈদের ছুটির মতোই অবস্থা এখানকার। ফেরি, লঞ্চ ও স্পিডবোট সব জায়গাতেই ভিড় ছিল লক্ষণীয়। যানজট থাকায় বাস থেকে নেমে লঞ্চ ও স্পিডবোটেও পদ্মা পারি দিতে দেখা গেছে যাত্রীদের। অপহৃত শিশু ৩৯ দিন পর উদ্ধার ॥ গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ ফতুল্লার আলীগঞ্জে অপহরণের ৩৯ দিন পর দুই বছরের শিশু লিয়নকে বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মজনু মিয়া (৩২) ও তার স্ত্রী পারভীন আক্তার (২৮), আনোয়ার হোসেন (৩৫) ও জালাল (৫২)। জানা গেছে, গত ১০ জানুয়ারি সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় একটি বস্তি থেকে দিলু মিয়ার দুই বছরের শিশু লিয়নকে কোলে নিয়ে রাখার কথা বলে অপহরণ করে একই বস্তির বাসিন্দা পারভীন আক্তার ওরফে সুমা। পরে ওই শিশুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর এলাকায় নিয়ে যায়। এরপর অপহরণকারীর স্বামী মজনু মিয়া মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ওই শিশুর বাবা কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা দিলু মিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার রাতে প্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে অপহরণকারী পারভীন সুমা ও তার স্বামী মজনু মিয়াকে আটক করে। চট্টগ্রামে পুলিশ ক্যান্টিনে হামলায় এসআই আহত ॥ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম জেলা পুলিশ ক্যান্টিনে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশের এক এসআই। বৃহস্পতিবার রাতে নগরীর ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাত সাড়ে দশটার দিকে একদল যুবক ওই ক্যান্টিনে হামলা চালায়। তারা সেখানে ভাংচুরও করে। তাদের হামলায় আহত হন পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত এক এসআই। হামলাকারীদের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের নাম মনির, নজরুল ও রাব্বি। এরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা যায়। গোপালগঞ্জে বাস চলাচল বন্ধ ॥ দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুর মৃত্যুর ঘটনায় জেলার অভ্যন্তরীণ সকল রুটসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার দুপুর থেকে দূরপাল্লার বাসগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে শুক্রবার বাদ জুুমা গোপালগঞ্জ শহরসংলগ্ন হরিদাসপুর এলাকায় সপ্তপল্লী হাই স্কুল মাঠে জানাজা শেষে বাসুর বাড়ির পাশে এলাকার কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। ১০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যাত্রবাহী লঞ্চে অভিযান চালিয়ে দশ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে উপজেলার চালিতাবুনিয়া লঞ্চঘাট থেকে এই জাটকাগুলো উদ্ধার করা হয়। আব্দুস সালাম জানান, মৌডুবী থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী এফবি নবনির নামের লঞ্চে অভিযান চালিয়ে জাটকা উদ্ধার করা হয়।
×