ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ কৃষি বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত: ০৪:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৬

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ  কৃষি বিজ্ঞানীদের  এগিয়ে আসার  আহ্বান

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ বিভিন্ন ফসলের রোগের প্রাদুর্ভাব ও পরিবেশবান্ধব রোগ দমন ব্যবস্থাপনাসহ ফসলের রোগের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কৃষি বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ উদ্ভিদ রোগ বিজ্ঞান সমিতির ৯ম দ্বিবার্ষিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী এম বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। বাংলাদেশ উদ্ভিদ রোগ বিজ্ঞান সমিতির সভাপতি ড. এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম ম-ল। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহবুবার রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূইয়া। বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ ফেব্রুয়ারি ॥ বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান দিয়েছে শ্রমিকরা। শুক্রবার সকালে হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার কামাল গার্মেন্টসে এ ঘটনা ঘটে। জানা গেছে, জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে ওই পোশাক কারখানার শতেকখানেক শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখে এবং কারখানার সামনে বিক্ষোভ করে অবস্থান নেয়। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কারখানার সামনে অবস্থান চলবে বলে জানিয়েছে শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাঙ্গামাটিতে বিদ্যুত সাবস্টেশনের কোটি টাকার হদিস নেই নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ ফেব্রুয়ারি ॥ বর্তমান সরকার পার্বত্যাঞ্চলকে বিদ্যুতর আওতায় আনার লক্ষ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দুটি ১৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশন করার পদক্ষেপ নিয়েছে। তারই আলোকে রাঙ্গামাটি শহরের উপকণ্ঠ শুক্কুছড়ি এলাকায় ৫.৩৫ একর জমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ সরকার ৫ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। ক্ষতিগ্রস্তরা শুধু ১ কোটি ৭৬ লাখ টাকা পায়। অবশিষ্ট ৪ কোটি টাকার কোন হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জমির ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অধিগ্রহণকৃত জমিতে কাজ স্থগিত রাখার জন্য এলাকাবাসী জেলা প্রশাসককে পত্র দেন। প্রত্যাশী সংস্থা মধ্যস্বত্বভোগী ও জেলা প্রশাসনের কিছু কর্মকর্তা -কর্মচারী এ ঘটনার সঙ্গে জড়িত বলে নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে। জেলা প্রশাসক থেকে জমির ক্ষতিপূরণের টাকা জমির মালিকের ক্ষমতা প্রাপ্ত জনৈক মনিন্দ্র চাকমার হাতে চেক তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে। কিন্ত দীর্ঘদিন পর ওই টাকা থেকে ৪ কোটি টাকার হদিস না মেলায় জমির মালিকরা ক্ষুব্ধ হয়েছেন। এ ঘটনা জানার পর শুক্রবার পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দিপংকর তালুকদার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন তাদের খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
×