ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সাত শ’ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্ত

প্রকাশিত: ০৪:১৫, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁয় সাত শ’ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার রাতে নওগাঁর নিয়ামতপুরে আমবাগানের ৭শ’টি রূপালী, ল্যাংড়া ও খিরসাপাত জাতের আমগাছ কেটে সাবাড় করে দিয়েছে দর্বৃত্তরা। এ ব্যাপারে বাগানের মালিকদের পক্ষে পোরশা উপজেলার পুরইল গ্রামের মাহমুদুন্নবী শাহ নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাহমুদুন্নবী জানান, পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার বেলহট্টি মৌজায় তার নিজ মালিকানাধীন এবং পোরশা ইসলামপুর, পুরইলের ফয়সাল শাহ, মাহমুদুল হক শাহ, মনিরুল হক শাহ ও আবু তালহা তাদের ৬ বিঘা জমিতে সাত শ’টি আমগাছ রোপণ করেন। আমগাছগুলোর বয়স এখন দুই থেকে সাত বছর। প্রতি বছরের মতো গাছগুলোতে এবারও প্রচুর মুকুল ধরেছিল। চাঁদা না পেয়ে মাছ লুট ॥ অগ্নিসংযোগ বৃহস্পতিবার রাতে রানীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কোষবাপাড়া গ্রামে জনৈক গোলাম কাদের খাজার লিজকৃত পুকুর থেকে প্রায় ৫ লাখ টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে ওই পুকুরের পাহারাদারের বাড়িতে অগ্নিসংযোগ ও মহিলাসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাছ মারার জাল ও একটি চার্জার ভ্যান জব্দ করেছে। পরে পাহারাদার জাহের আলীসহ ৪ জনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুকুর পাহারাদার জাহের আলী বলেন, রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি। রাত আড়াইটার দিকে খান চৌধুরী আলী আজমসহ প্রায় ২০ জন লোক পুকুরে মাছ মারা শুরু করে। এ সময় তাদের সঙ্গে মাছ মারার জাল, বাঁশ ও মাছ পরিবহনের জন্য প্রায় ১৪টি চার্জার ভ্যান ছিল। তাদের মাছ ধরতে নিষেধ করলে তার স্ত্রী রেশমা, মেয়ে জেমি ও ছেলে আব্দুল আজিজকে মারপিট শুরু করে আজমের লোকজন। একপর্যায়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। কিছু পরে জাহের আলী কৌশলে পুকুর মালিক খাজাকে খবর দেয়। আইনজীবী সমিতির নির্বাচন গাজীপুর ও টাঙ্গাইলে আ’লীগ সমর্থিত প্যানেল বিজয়ী নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা ২১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ২০ পদে জয়লাভ করেছেন। এতে সাধারণ সম্পাদক পদে মোঃ এমরান হোসেন নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে শুধু সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী ডক্টর মোঃ শহীদউজ্জামান বিজয়ী হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন- সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম ও জেবুন্নেছা মিনা, সহসাধারণ সম্পাদক মোঃ বরকত আলী অভি, কোষাধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক ফরিদ ভূইয়া, অডিটর মোঃ সামসুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম মোঃ মাসুদ, সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ ওমর ফারুক, শাহ মোঃ জহিরুল ইসলাম লিখন, ফাতেমা বেগম, মোঃ ইকবাল হোসেন, ফারুক আহমেদ, ফারহানা খানম, মোঃ আব্দুল মতিন, মোঃ রইচুল আলম মোল্যা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবু সাইদ খান ও সুমি সিকদার। নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, জেলা বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করেছেন। লাইব্রেরি সম্পাদক ও ৩টি নির্বাহী সদস্যপদ পেয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিতরা হলেন- সভাপতি মোহাম্মদ মুলতান উদ্দিন, সহসভাপতি মনিরুজ্জামান সেলিম, সাখাওয়াত হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মহসিন শিকদার, যুগ্ম-সম্পাদক আব্দুল কুদ্দুস, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলমাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ সামস। নির্বাহী সদস্যরা হলেন- তাসলিমা আকন্দ, মুহাম্মদ মৃণাল হোসেন, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, শামীম রেজা, হরিপদ পাল। বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন- লাইব্রেরি সম্পাদক ফজলুর রহমান, নির্বাহী সদস্যÑ এম এ রৌফ, ওয়াসীম তারেক আনসারী ও কবির হোসেন।
×