ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আধুনিকায়ন হচ্ছে যশোর পৌরপার্ক

প্রকাশিত: ০৪:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৬

আধুনিকায়ন হচ্ছে যশোর পৌরপার্ক

সাজেদ রহমান, যশোর অফিস ॥ ইট-পাথরের শহুরে জীবনে নাগরিকদের বিনোদনের জন্য যশোরের পৌরপার্ক আধুনিকায়ন করা হচ্ছে। পড়ন্ত বিকেলে কিংবা অবসরে ছেলেমেয়ে নিয়ে একটু ঘোরাফেরা ও হাঁটাচলার জন্য পৌরপার্কটির মধ্যেই নির্মাণ করা হচ্ছে এক কিলোমিটার পাকারাস্তা। বসার জন্য নির্মাণ চলছে তিন আকৃতির ৮৬টি বেঞ্চ। গান-নাটক বা সাংস্কৃতিক কর্মকা-ের জন্য ইতোমধ্যে নির্মাণকাজ শেষ হয়েছে একটি উন্মুক্ত মঞ্চের। দিন দিন সঙ্কুচিত হয়ে আসা শহরে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলার পথ যেন শেষ হয়ে আসছে। শহরের মানুষের এই নিত্য অসুবিধাটি অনুধাবন করে যশোর পৌরসভা কর্তৃপক্ষ। তাই পৌরপার্কটি সংস্কার ও নান্দনিক করার উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে ৩৭ লাখ ৯১ হাজার ৭৪৬ টাকা ব্যয়ে চলছে কর্মযজ্ঞ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে সিটি রিজিয়ন ডেভেলপমেন্টের (নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প) মাধ্যমে এ উন্নয়ন কর্মকা- চালানো হচ্ছে। ঠিকাদারকে আগামী আগস্ট মাসের মধ্যে এ কাজ শেষ করার জন্য বলা হলেও এর আগেই উন্নয়নকাজ সম্পন্ন হবে বলে কর্মরত শ্রমিকরা মনে করছেন। যশোর পৌরসভা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর উদ্যানের এক কিলোমিটার (১০০০ মিটার) হাঁটার পথ নির্মার্ণের কাজ চলছে। সিটি ব্লকের (রড বাদে সিমেন্ট ঢালাই দিয়ে নির্মিত চতুর্ভুজ আকৃতির কংক্রিট) হবে হাঁটার পথ। ইতোমধ্যে ৭০০ মিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এ রাস্তার ওপর মাটি ফেলে রোপণ করা হবে ঘাস। উন্মুক্ত মঞ্চের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি আছে টাইলস লাগোনোর কাজ। বসার জন্য তিন ধরনের ৮৬টি বেঞ্চ নির্মাণ চলছে। এসব বেঞ্চের মধ্যে বক্স আকৃতির ৫১টি, ইংরেজী অক্ষর ‘ইউ’ আকৃতির ১৩টি ও ‘সি’ আকৃতির ২২টি। শুক্রবার পর্যন্ত চারটি ছাড়া বাকি সবকটির নির্মাণ শেষ হয়েছে। শুক্রবার সরেজমিন পৌর উদ্যান ঘুরে দেখা যায়, দুই পুকুরের মাঝে জোড়া সাঁকোর পাশে গোলাকার আকৃতির ছোট একটি মঞ্চ নির্মিত হয়েছে। মঞ্চের চারপাশে স্টেডিয়ামের কায়দায় বসার আসন নির্মিত হয়েছে। মঞ্চে টাইলস বসানোর কাজ বাকি রয়েছে। সাঁকোর দুই পাশে দুটি বক্স করা হয়েছে ফুলগাছ লাগানোর জন্য। এ সময় কয়েকজন নির্মাণকর্মীকে দেখা গেল সাঁকোর রেলিং মেরামত করতে। এদিকে, পৌর উদ্যানের পশ্চিম পাশের পুকুরপাড়ের রাস্তার নির্মাণকাজ শেষ হয়েছে। আর যশোর ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামসংলগ্ন পাশের রাস্তার কাজ চলছে। এদিকে, মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ মশিয়ূর রহমানের স্মৃতিস্তম্ভ আকৃতি ঠিক রেখে সংস্কার, পার্ক চালুর সময় নির্মাণ হওয়া ফোয়ারা (বর্তমানে বিকল) সংস্কার ও প্রবেশদ্বার নির্মাণে বাজেট চেয়ে প্রকল্প সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। এগুলো অনুমোদন ও বাস্তবায়ন করা গেলে পুরোটাই পাল্টে যাবে পৌরপার্কের চিত্র।
×