ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় জরিপে এই প্রথম হিলারিকে ছাড়িয়ে স্যান্ডারস

প্রকাশিত: ০৪:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় জরিপে এই প্রথম হিলারিকে ছাড়িয়ে স্যান্ডারস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের লড়াইয়ে জাতীয় ভিত্তিতে বার্নি স্যান্ডারস হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে রয়েছেন বলে জরিপে এ প্রথমবারের মতো দেখা যায়। ফক্স নিউজের এ জরিপ প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বড় রকমের মোড় পরিবর্তনের আভাস হতে পারে। খবর ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্টের। বুধবার সন্ধ্যায় এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল রিপাবলিকান ভোটে টেড ক্রুজ ডোনাল্ড ট্রাম্পের তুলনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বলে জরিপে দেখিয়ে রাজনৈতিক মহলে চমক দেখায়। বৃহস্পতিবার এনবিসি ও জার্নাল ঐ জরিপের আরেক অংশ প্রকাশ করে। এতে হিলারি জাতীয় ভিত্তিতে স্যান্ডারসের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছেন বলে দেখা যায়। সেখানে চমকপ্রদ কিছু ছিল না, যদিও দু’প্রার্থীর জনপ্রিয়তার ব্যবধান আগের তুলনায় কম ছিল। বস্তুত হিলারি কখনও জাতীয় ভিত্তিতে স্যান্ডাসের পেছনে পড়েননি, কাজেই এটিকে খুবই আশ্চর্যজনক মনে করার কারণ নেই। যা হোক, যখন এনবিসি এর জরিপ প্রকাশ করে তখন পর্যন্ত হিলারি কোন বড় জরিপে পিছনে পড়ে যাননি। এক ঘণ্টা পর ফক্স নিউজের নিজস্ব তাকলাগানো জরিপ প্রকাশ করল। এতে বলা হলো, ফক্সের নিজস্ব জাতীয় ভিত্তিক জরিপে স্যান্ডারস তিন পয়েন্টে এগিয়ে আছেন। সর্বশেষ ঐ জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটিক ভোটারদের শতকরা ৪৭ ভাগ ভারমন্টের সিনেটর স্যান্ডারসকে সমর্থন করছেন। জানুয়ারিতে তাকে সমর্থন করত শতকরা ৩৭ ভাগ। আর হিলারির পক্ষে রয়েছে শতকরা ৪৪ ভাগের সমর্থন। এক মাস আগে তিনি ৪৯ ভাগের সমর্থন ভোগ করতেন। এ প্রথম কোন জরিপে স্যান্ডারস হিলারিকে ছাড়িয়ে গেলেন। দীর্ঘদিন ধরেই হিলারিকে ‘ডেমোক্র্যাটিক পার্টির অনুমিত মনোনীত প্রার্থী’ বলে নিয়মিতই বর্ণনা করা হয়েছে। ডেমোক্র্যাটিক ভোটে ফক্স নিউজের জরিপে গত গ্রীস্মকালে হিলারি স্যান্ডারসের চেয়ে ৪৬ পয়েন্টে এবং মাত্র দু’মাস আগেও ২২ পয়েন্টে এগিয়েছিলেন।
×