ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে মুক্তিযুদ্ধের পাঠাগার

প্রকাশিত: ০৪:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৬

স্বেচ্ছাশ্রমে  মুক্তিযুদ্ধের  পাঠাগার

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টাকে রুখে দেয়ার লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রচার নিয়ে কাজ করার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ ও নুরুল ইসলাম মল্লিকের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন তেঁতুলঝরার ‘জোরপুল’ এলাকায় ৩০ শতাংশ জমির ওপর ১৯৯৫ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্র। সংগঠনটি এ লক্ষ্যে কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগগুলো হলোÑ মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ, মুক্তিযুদ্ধ পাঠশালা এবং মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা। এখানে দেশের পত্র-পত্রিকা বিনামূল্যে পড়তে পারে পাঠক। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ পাঠাগার খোলা থাকে। গড়ে প্রতিদিন তিন শ’জনের মতো পাঠক এখানে পত্রিকা পড়তে আসে। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে আছে মুক্তিযুদ্ধের হাজারখানেক বইয়ের পিডিএফ, যা সম্পূর্ণ বিনামূল্যে পাঠক পড়তে পারছে। মুক্তিযুদ্ধ পাঠশালা হলো মুক্তিযুদ্ধবিষয়ক উন্মুক্ত পাঠশালা কার্যক্রম, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের অপপ্রচার নিয়ে পাড়া-মহল্লায়-আড্ডায় উন্মুক্ত আলোচনা করা হয়। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্র পরিচালনা করে ২১ মুক্তিযোদ্ধা। এছাড়া সাধারণ সদস্য রয়েছে ১০ জন ও নারী মুক্তিযোদ্ধা রয়েছে একজন। Ñসৌমিত্র মানব, সাভার থেকে
×