ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খায়রুল হককে বিচারের মুখোমুখি হতে হবে ॥ মওদুদ

প্রকাশিত: ০৮:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

খায়রুল হককে বিচারের মুখোমুখি হতে হবে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ অবসরে গিয়ে রায় লেখা ও নিজের ঘোষিত রায় পরিবর্তন করায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গুরুতর অপরাধ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এভাবে চরম অনৈতিক কাজ করে জাতিকে প্রতারিত করার অপরাধে খায়রুল হককে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, দেশে এখন কোন রাজনীতি নেই। এ কারণে তিনি কথা বলতে অনুপ্রাণিত হন না। কোথাও যেন একটা ফাঁকা ভাব বিরাজ করছে। তিনি বলেন, মিথ্যাচার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দীন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
×