ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক ও স্মৃতি বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৮:২২, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক ও স্মৃতি বৃত্তি প্রদান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোট চার শিক্ষার্থীকে জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক ও স্মৃতি বৃত্তি-২০১৪ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক ও স্মৃতি বৃত্তি প্রাপ্তদের পদক এবং ক্রেস্ট তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন বিভাগের ছাত্র আবু সুফিয়ান, যিনি ‘আব্দুর রাজ্জাক স্মৃতি স্বর্ণপদক’ পেয়েছেন এবং একই বিভাগের মুক্তা জাহান, সিরাজুম মুনিরা ও মোছাঃ শাহানাজ পারভীনকে ‘আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আব্দুর রাজ্জাক স্মৃতি ট্রাস্ট ফান্ডের দাতা সদস্য মিসেস ফরিদা রাজ্জাক এই ট্রাস্ট ফান্ডের তহবিল বৃদ্ধির জন্য ৫ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং ফান্ডের দাতা সদস্য মিসেস ফরিদা রাজ্জাক, সাংসদ নাহিম রাজ্জাক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আব্দুর রজ্জাক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ত্যাগী ছাত্রনেতা এবং পরবর্তীতে সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য এই রাজনীতিবিদ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সারাজীবন নেতৃত্ব প্রদান ও নিরলস কাজ করে গেছেন।
×