ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেন্দ্র পরিদর্শক প্রত্যাহার

শ্রীপুরে পুরনো সিলেবাসের প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণ ॥ চার কর্মকর্তাকে অব্যহতি

প্রকাশিত: ০৭:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীপুরে পুরনো সিলেবাসের প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণ ॥ চার কর্মকর্তাকে অব্যহতি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ গাজীপুরের শ্রীপুরে দু’বছরের পুরনো সিলেবাসের প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যবসায় উদ্যোগ বিষয়ে ২০ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে। এতে বিপাকে পড়েছে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা। এ ঘটনায় ওই পরীক্ষা কেন্দ্রের পরিদর্শককে প্রত্যাহার এবং ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও সহকারী সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক ও দুই সহকারী শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এসএসসির ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রের ৬নং হলে (কক্ষে) নিয়মিত পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক পরীক্ষা ২০১৬ সালের প্রশ্নপত্রে নেয়া হয়। এর পর রচনামূলক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ২০১৪ সালের পুরনো সিলেবাসের (অনিয়মিত পরীক্ষার্থীদের) প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেয়া হয়। ভুল প্রশ্নপত্র পেয়ে কক্ষের ২০ পরীক্ষার্থী তাৎক্ষণিক কক্ষ পরিদর্শকদের জানালে তারা এ বিষয়ে নির্বিকার থাকে। তবে একই কেন্দ্রের অন্যান্য কক্ষেও ২০১৬ সালের সঠিক প্রশ্ন বিতরণ করা হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিষয়টি নিয়ে কেন্দ্র সচিব ও সহকারী সচিবের কাছে গেলেও তারা বিষয়টি আমলে নেননি। এতে পরীক্ষার্থীরা বিপাকে পড়ে। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিষয়টি নিয়ে স্থানীয় পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে ভারপ্রাপ্ত পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা সন্ধ্যায় তার কার্যালয়ে ১৭ সদস্যের পরীক্ষা পরিচালনা কমিটির জরুরী সভা আহ্বান করেন। সভায় জানানো হয়, ওই পরীক্ষা কেন্দ্রের ৬নং কক্ষে নিয়মিত ২০ পরীক্ষার্থীকে ২০১৪ সালের পুরনো সিলেবাসের (অনিয়মিত পরীক্ষার্থীদের) প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেয়া হয়। এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জানান, ওই পরীক্ষা কেন্দ্রের ৬নং কক্ষে নিয়মিত ২০ পরীক্ষার্থীকে ভুলে ২০১৪ সালের পুরনো সিলেবাসের (অনিয়মিত পরীক্ষার্থীদের) প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেয়া হয়। ভুল প্রশ্নপত্রে দেয়া পরীক্ষার্থীদের সুযোগ দেয়ার ব্যাপারে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য ভুল প্রশ্নপত্রে দেয়া পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ তালিকা সরবরাহের জন্য পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষা পরিচালনা কমিটির অনুষ্ঠিত জরুরী সভায় পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুয়ীদুল ইসলামকে প্রত্যাহার করে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হককে কেন্দ্র পরিদর্শক হিসেবে নিযুক্ত করে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও একই কারণে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব শাহজাহান সিরাজের স্থলে হারুন অর রশিদকে এবং সহকারী সচিব মোখলেসুর রহমানের স্থলে আলাউদ্দিন আল আজাদ এবং এমদাদ হোসেনকে নতুন নিয়োগ দেয়া হয়। এছাড়াও কক্ষ পরিদর্শক আলহাজ নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন এবং তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনকে আজীবনের জন্য অব্যহতি দেয়া হয়েছে। এদিকে ওই কেন্দ্রের পরীক্ষার্থী ৩নং কক্ষের রুনা লায়লা রুমি এবং ৪নং কক্ষের কুহিনুর আক্তার মালতি জানায়, ওই কেন্দ্রের ৬নং কক্ষ ছাড়াও তাদের কক্ষেও ২০১৪সালের পুরনো সিলেবাসের প্রশ্নপত্রের মাধ্যমে ২১ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে।
×