ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

ফ্যাশন সংবাদ

মুসলিম কালেকশন তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এক্সক্লুসিভ গরম সামনে রেখে তৈরি করেছে আকর্ষণীয় সব ফ্যাশনেবল ডিজাইন শার্ট ও পাঞ্জাবি। এখানে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। বিক্রয়কেন্দ্র : মুসলিম কালেকশন এক্সক্লুসিভ, ৩০/৩১ জিলা পরিষদ মার্কেট (২য় তলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০। ফোন : ০২-৭৭৬২৬৩৬, হটলাইন : ০১৭৬১৫২২২২১। ওয়েবসাইট :ww w.muslimcollectionbd.com| হাতিল দেশের বৃহত্তম আসবাবপত্র প্রস্তুতকারক এবং খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান হাতিলের সহযোগিতায় জার্মানির সবচেয়ে জনপ্রিয় কিচেন ব্র্যান্ড নল্টে তাদের পথচলা শুরু করল। ১৩ ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্কে গ্রান্ড ওপেনিংয়ের মাধ্যমে বাংলাদেশে নল্টের যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শোরুমটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত ড. থমাছ প্রিঞ্জ। এছাড়া হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, নল্টে এফজেডই এর ম্যানেজিং ডিরেক্টর সেলভা কুমার এবং হাতিল ও নল্টের ব্যবস্থাপনা প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিহঙ্গ বিশ্বস্ত প্রতিষ্ঠান বিহঙ্গ ভাষা দিবসকে স্মরণে রেখে তৈরি করা হয়েছে সুতির কাপড়ের আরামদায়ক নানা নক্সার পোশাক। ফ্যাশন হাউস বিহঙ্গ ভাষা দিবসকে সামনে রেখে নিয়ে এসেছে নতুন নতুন টি-শার্ট, পাঞ্জাবি। বিহঙ্গ তৈরিকৃত ভিন্ন ধারার নক্সা করা বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পাঞ্জাবি পাবেন বিহঙ্গ শোরুমে। এ ছাড়াও বিহঙ্গে আপনি পাবেন লেডিস ফতুয়া, শাড়ি। ৪০ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহবাগ, ঢাকা। মুঠোফোন : ০১৭১২ ৬৭৮ ৯৩৪। ‘ব্রাইডাল ফ্রেম’ আপনার বিয়ের অনুষ্ঠানকে স্মৃতির পাতায় ধরে রাখতে ফটোগ্রাফি হাউস ‘ব্রাইডাল ফ্রেম’ দিচ্ছে ওয়েডিং ফটোগ্রাফিতে আকর্ষণীয় ‘কম্বো প্যাকেজ’ মাত্র ২২ হাজার টাকায়। ‘কম্বো প্যাকেজ’ এ থাকছে ২ জন ফটোগ্রাফার ও ১ জন সিনেমাটোগ্রাফার। গতানুগতিক ফটোগ্রাফির ধারণা ভেঙ্গে তার সঙ্গে শিল্প ও প্রযুক্তির মিশেলে ‘ব্রাইডাল ফ্রেম’ এর পথচলা শুরু। ব্রাইডাল ফ্রেম একে ‘ডকুমেন্টারি ওয়েডিং ফটোগ্রাফি’ নামে অভিহিত করছে। সঙ্গে থাকছে প্রি ও পোস্ট ওয়েডিং ফটোগ্রাফির ব্যবস্থা এবং আজীবন ডিসকাউন্ট কার্ডের সুবিধা। কর্পোরেট ইভেন্ট, ঘরোয়া অনুষ্ঠান, জন্মদিন এবং ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে ‘ব্রাইডাল ফ্রেম’।ঐতিহ্যবাহী মোহম্মদপুরেও আমাদের শাখা রয়েছে। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। ১৩/১২, তাজমহল রোড, মোহম্মদপুর, ঢাকা-১২০৭। ০১৭১৬৫৮৩১১৫, ০১৫৫১৫৫১৫৫৯ www.facebook.com/bridalframe স্টাইল পাক এবারের ভাষা দিবস উপলক্ষে সাজবে শিশু, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, আবাল বৃদ্ধ-বনিতাসহ পুরো বাংলাদেশ। ভাষা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস স্টাইল পার্ক নানা নক্সার। প্রতিটি পোশাক দেখতে যেমন সুন্দর তেমন আকর্ষণীয়। এবার দেশীয় ট্রেন্ডে কাপড়ের নানা বৈচিত্র্য দেখা যাবে, এমনটাই জানালেন ডিজাইনার। যোগাযোগ স্টাইল পার্ক, সোসাইটি মার্কেট, কলাপাড়া, পটুয়াখালী। মোবাইল : ০১৬৭০৭৮৬৮০৫ মি এ্যান্ড মম শিশুদের সবধরনের পোশাক, খেলনা, এক্সেসোরিজে সাজানো মি এ্যান্ড মম। এবার আরও বড় পরিসরে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। মোহাম্মাদপুরের তাজমহল রোডে ফিতাকেটে এর অনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সিনহা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান নাসির-উর-রহমান সিনহা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, একমি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান সিনহা এবং মতিউর রহমান সিনহাসহ উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। ঠিকানা : মি এ্যান্ড মম, অরিয়েন্টল প্রিকা, ১৫/১২, তাজমহল রোড, ব্লক-সি, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।
×