ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্যাশনে ফাগুন হাওয়া

প্রকাশিত: ০৬:০১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

ফ্যাশনে ফাগুন হাওয়া

কুয়াশাধূসর আস্তরণ সরিয়ে নিসর্গের কোলে ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে আলোকোজ্জ্বল রোদেলা প্রহর। শীতের কাতরতাকে পাশে রেখে ফাল্গুনের উষ্ণতা যেন ধীরে ধীরে দৈনন্দিন জীবনধারার অলিন্দে ছায়া ফেলছে নিবিড় আমেজে। গাছে গাছে নতুন পত্রপল্লবের সবুজাভ কিরণ প্রকৃতিকে দিতে শুরু করেছে বসন্ত মুখরতার বার্তা। আর এই বার্তাবাহকরূপে কোকিলের মধুর স্বরগুঞ্জন ঝরে পড়ছে শীতার্তবেলা-অবেলার প্রান্ত ছাড়িয়ে। গ্রাম-গ্রামান্তর পেরিয়ে বসন্তের এই সময়ের ছাপ এসে পড়তে শুরু করেছে নগরজীবনে। অনুরণিত হচ্ছে জীবনের ছন্দ-অনুছন্দে বসন্তের মনোহর আবেশ। পাখিদের শীতে আচ্ছন্ন ডানাগুলো বাসন্তী আবহে ইতোমধ্যে ঝলমল করতে শুরু করেছে। যার ছোঁয়া লেগেছে জনজীবনেও। যে জীবন এই ক’দিন আগেও ছিল স্যুট-ব্লেজার, জাম্পার, স্যুয়েটার, মাফলার, গলাবন্ধ, কার্ডিগান, শাল-চাদরে আবৃত; সে জীবন এখন হলুদ বসন্তের মৃদুমন্দ হাওয়ায় যেন ক্রমে উষ্ণ আর উন্মীলিত হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ঋতুবৈচিত্র্যম-িত বাংলার যে মৌলিক বৈশিষ্ট্য তার অন্যতম বিষয় হলো- প্রতি ঋতুতে নৈসর্গিকতায় আসা নিবিড় পরিবর্তন। আর এই পরিবর্তনের ছাপ অত্যন্ত গভীরভাবে আন্দোলিত করে প্রাত্যহিক জীবনাচারকে। যার প্রতিচ্ছাপ পড়ে জীবনের প্রতিটি অনুষঙ্গে। এবং এর প্রধান অনুষঙ্গ হলো পরিধেয় বস্ত্র তথা পোশাকপরিচ্ছদ। দৈনন্দিন জীবনের অপরিহার্য এই অনুষঙ্গটি এখন আর শুধু প্রয়োজনের মাত্রার সীমায় সীমাবদ্ধ নেই। নিত্য প্রয়োজনের রেখা অতিক্রম করে পোশাক এখন ফ্যাশনেবল কনসেপশন মর্মে ধারণ করে মেলে দিয়েছে তার উজ্জ্বল রেশমী পালক। বাসন্তী রঙের পোশাকে তরুণ-তরুণীরা ঘুরে বেড়াবে সারাদিনমান। এ যেন অন্যরকম এক আমেজ। ফ্যাশন হাউসগুলো তাই বসন্তের পোশাকের কথা মাথায় রেখে নিজেদের সাজিয়ে রেখেছে আপন মহিমায়। বসন্ত ঋতু মানেই একটা অন্যরকম আবেদন। ভিন্ন রকম এক অনুভূতি মানুষ ও প্রকৃতির মধ্যে বসন্তে হিল্লোলিত হয়। শীতের মলাট খসে পড়তে পড়তে জীবনের প্রতিটি পঙক্তিতে যেন কবিতার শব্দমধুর এক অনুরণন স্পন্দিত হয় এই বসন্তে। মন কেমন করা, উন্মনা, উদাস হয়ে যাওয়া বসন্তকে যেন সবার মধ্যেই থাকে একটা অভিবাদন জানাতে আগাম প্রস্তুতি। যে প্রস্তুতির স্পর্শ ইতোমধ্যে দেশীয় শাড়ি, থ্রি-পিস, ফতুয়া, টি-শার্ট, শার্টসহ ফ্যাশন ধারার সব পোশাকেই উন্মোচিত হয়েছে। বসন্তের এই বাক্সময় উজ্জ্বলের নির্জন কিন্তু গুঞ্জরতাশীল বাসন্তীমুগ্ধ রঙিন নিসর্গকে বরণের শব্দ যেন এরইমধ্যে নগরজীবনের মুহূর্তগুলোকে উন্মুখ করে তুলেছে। বাংলার নারী ও পুরুষ। প্রবল কাব্যিকতায় ভিজে যায় হৃদয়। যার ছবি ভেসে ওঠে জীবনের প্রতিটি প্রাসঙ্গিকতায়। বিশেষ করে বাংলার সব বয়সী নারীর মধ্যে এর স্ফুরণ ঘটে অন্য এক প্রাণাবেগে। গাঁদাফুল আর রজনীগন্ধার ঐশ্বর্যেভরে ওঠে মায়াবি খোঁপা। আর চারদিকে শুরু হয়েছে বসন্ত উৎসব। যে উৎসবকে ঘিরে ফ্যাশনেবল পোশাকের আবেদনটাও ফুটে ওঠে পরিবেশগত কারণে। উঠোনের একপ্রান্তে দাঁড়িয়ে থাকা কাঠগোলাপের চারায় ফোটা ফুলের ব্যাকুল গন্ধে অন্তর যেই হয়ে উঠবে তুমুল ফুরফুরে তখনই খিড়কির জানালার পাশে এসে বসবে প্রিয় কোন ছায়ার গোলাপ। থেমে থেমে অন্দরমহল থেকে ভেসে আসবে মৃদুলয়ে গ্রামোফোন রেকর্ডে বেজেওঠা বসন্তের গান। আর প্রাণে জেগে উঠবে দূর বনের কোন গাছের শাখায় বসা কোকিলের হিল্লোলিত নরম কুহুতান। ছবি : আরিফ আহমেদ মডেল : ফেরদৌস ও কনা
×