ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ফুটবলের দল বদল পেছাল

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

প্রিমিয়ার ফুটবলের দল বদল পেছাল

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লীগ কমিটির ৬৩তম সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের বোর্ড রুমে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অনেক সদস্যই উপস্থিত ছিলেন। সভায় বেশ কিুছ সিদ্ধান্ত গৃহীত হয়, সেগুলো হলো, ‘মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৪-১৫’ হতে উন্নীত দলসমূহ যথা উত্তর বারিধারা ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের আবেদনের প্রেক্ষিতে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৫-১৬’ এর চলমান স্থানীয় খেলোয়াড় দল বদলের তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৬ এর পরিবর্তে আগামী ২০ মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে বিদেশী খেলোয়াড় দল বদল পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী ২৮ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত বলবৎ থাকবে। স্বাধীনতা কাপের খেলা আগামী ৩০ মার্চ ২০১৬ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ১২ ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। এছাড়াও বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির পরবর্তী সভায় মৌসুমের পরবর্তী প্রতিযোগিতাসমূহের সময়সূচী অর্থাৎ বার্ষিক ক্রীড়া পঞ্জিকা পুনরায় নির্ধারণ করা হবে। লঙ্কা দলে ফিরলেন মালিঙ্গা-ম্যাথুস টি২০ বিশ্বকাপ স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত টি২০ সিরিজে একেবারেই অপরিচিত দল নিয়ে খেলেছে শ্রীলঙ্কা। নিয়মিত দলের ৮ ক্রিকেটারই ছিলেন না। তবু তিন ম্যাচের টি২০ সিরিজে একটি ম্যাচ জিতেছে লঙ্কানরা। সিরিজ শেষে দল দেশে ফেরার পরই আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও সহঅধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। এ দলটিই বিশ্বকাপের আগে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নেবে। শ্রীলঙ্কা টি২০ বিশ্বকাপ স্কোয়াড ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), এ্যাঞ্জেলো ম্যাথুস (সহ-অধিনায়ক), দিনেশ চান্দিমাল, তিলকারতেœ দিলশান, নিরোশান ডিকওয়েলা, শিহান জয়াসুরিয়া, মিলিন্ডা শ্রীবর্ধনে, দাসুন শানাকা, চামারা কাপুগেদেরা, নুয়ান কুলাসেকারা, দুশমন্ত চামিরা, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, রঙ্গনা হেরাথ ও জেফ্রি ভ্যানডারসারি।
×