ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোম জয়ে শেষ আটে এক পা রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৫:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রোম জয়ে শেষ আটে এক পা রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ মধুর প্রতিশোধই বলতে হবে। দল হিসেবে রিয়াল মাদ্রিদ যেমন প্রতিশোধ নিতে পেরেছে তেমনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দিয়েছেন সমালোচনার দাঁতভাঙ্গা জবাব। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ জিতে সবকিছুরই জবাব দিয়েছে রিয়াল ও রোনাল্ডো। ইতালির রোমের স্টাডিও অলিম্পিকোতে অতিথি রিয়াল ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক ক্লাব এএস রোমাকে। গ্যালাক্টিকোদের হয়ে গোল করেন রোনাল্ডো ও জেসে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল আসরের সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়নরা। আগামী ৮ মার্চ ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে রিয়াল। রিয়ালের মতো শেষ আট দেখছে জার্মান ক্লাব উলফসবার্গও। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক বেলজিয়ামের ক্লাব জেন্টকে। উলফসবার্গের হয়ে জোড়া গোল করেন জুলিয়ান ড্রাক্সলার। অপর গোলটি করেন ম্যাক্স ক্রুস। জেন্টের হয়ে গোল করেন এসভেন কামস ও খালিফা কাউলিবালি। ২০১৫ সালের ২৯ নবেম্বরের পর থেকে প্রতিপক্ষের মাঠে একটিও গোল করতে পারেননি রোনাল্ডো। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে রোমার মাঠে খেলতে যাওয়ার আগে সাংবাদিকরা এ তথ্য মনে করিয়ে দেয়ায় ভীষণ চটে গিয়েছিলেন পর্তুগীজ তারকা। তবে সব সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন সি আর সেভেন। চোখ ধাঁধানো এক গোল করে বুঝিয়ে দিয়েছেন, তার দিন এখনও ফুরিয়ে যায়নি। রোমে প্রথমার্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি রিয়ালের তারকা ফুটবলাররা। রক্ষণাত্মক ফুটবল খেলে গোলপোস্ট আগলে রেখেছিল রোমা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতা নিয়ে। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত রোনাল্ডোকে আর রুখে দিতে পারেননি রোমার ডিফেন্ডাররা। ৫৭ মিনিটে মার্সেলোর পাস থেকে বল পেয়ে রোমার গোলপোস্টের দিকে ছুটে যান পর্তুগীজ তারকা। পেনাল্টি বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন রোমার জালে। গোল করার পর রোনাল্ডোর উদযাপনটাও ছিল দেখার মতো। দৌড়ে ডাগআউটের কাছে গিয়ে জড়িয়ে ধরেন কোচ জিনেদিন জিদানকে। ৮৬ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন জেসে। রোনাল্ডোর দারুণ নৈপুণ্যের সুবাদে কোচ হিসেবে জিদানের চ্যাম্পিয়ন্স লীগ অভিষেকটাও হয়েছে দুর্দান্ত। ২০০২ সালে খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদকে শিরোপা জিতিয়েছিলেন এই ফরাসী কিংবদন্তি। এবার কোচ হিসেবেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন, এমনটাই প্রত্যাশা রিয়াল সমর্থকদের। এর আগে ২০১৪ সালে কার্লো আনচেলত্তির সহযোগী হিসেবে রিয়ালের লা ডেসিমা জয়ের উৎসবে অংশ নিয়েছিলেন জিদান। কিন্তু প্রধান কোচ হিসেবে ইউরোপ সেরার লড়াইয়ে অভিষেকেই জানান দিলেন, শিরোপা ছাড়া কিছুই ভাবছেন না। ফরাসী ফুটবল কিংবদন্তি অবশ্য নিজের অভিষেক ম্যাচ জিতে খুব একটা উচ্ছ্বাস দেখাননি। তবে তিনি তৃপ্ত বার্নাব্যুর বাইরে দলের সেরা খেলোয়াড় গোল পাওয়ায়। জিদান বলেন, সবাই রোনাল্ডোর কাছে গোল প্রত্যাশা করেছিল। অবশেষে সে সবার প্রত্যাশা মিটিয়েছে। ম্যাচ হারলেও রোমা খুব একটা খারাপ খেলেনি। বরং প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে চাপে রেখে বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু দুর্ভাগ্য কিংবা ফরোয়ার্ডদের ব্যর্থতা, প্রত্যাশিত গোল আর পাওয়া হয়নি ইতালিয় ক্লাবটির। ম্যাচ শেষে রোমা কোচ স্পালেট্টির কণ্ঠে গোল না পাওয়ার আফসোস তাই ঝরেছে। তিনি বলেন, ম্যাচে আমরা সবই করলাম, কিন্তু গোলটা পেলাম না। হয়ত রোমা কোচের ২০০৮ সালের কথা মনে পড়েছে। তার অধীনেই সেবার রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই নাকাল করেছিল রোমা। সেদিক দিয়ে পরশুর জয় রিয়ালের মধুর প্রতিশোধও বটে।
×