ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাচিপ ও বিএমএর সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাচিপ ও বিএমএর সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে চিকিৎসক নেতৃবৃন্দের সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চিকিৎসক নেতৃবৃন্দের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে বিশেষ করে উপজেলায় চিকিৎসক বদলি বা অনুপস্থিতির কারণে চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে আপনারা তদবিরকে প্রশ্রয় দেবেন না। হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ আগের চাইতে কমে এলেও তা এখনও সন্তোষজনক পর্যায়ে উন্নীত হয়নি। এজন্য সরকার নজরদারি বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসকদের সেবা প্রদান কার্যক্রম মনিটরিং করার পদক্ষেপ নেয়া হচ্ছে। সরকারের গৃহীত সকল পদক্ষেপের সফল বাস্তবায়নের জন্য পেশাজীবী সংগঠন হিসেবে বিএমএ এবং স্বাচিপকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালে চিকিৎসকদের নিশ্চিত করতে করণীয় বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। ভাষাপ্রেমী... বাংলা পৃথিবীর সপ্তম সংখ্যাগরিষ্ঠ ভাষা। এই ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার সুকান্ত পল্লী থেকে ঢাকায় এসেছেন প্রবীর রায় চৌধুরী। সাইকেলে চেপে এ মাসের ১৪ তারিখে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে এক মাস থাকার ইচ্ছা হয়েছে তার। এ সময়ে তিনি জীবিত ভাষাসৈনিকদের দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের সাধারণ মানুষের সহযোগিতায় তিনি মুগ্ধ। -জনকণ্ঠ এসএসএল ওয়্যারলেসের সঙ্গে রবির চুক্তি দেশব্যাপী কর্পোরেট ও এসএমই খাতে এসএমএস ভিত্তিক মার্কেটিং ক্যাম্পেন চালু করতে এসএসএল ওয়্যারলেসের সঙ্গে একটি চুক্তি করেছে মোবাইল ফোন অপারেটর রবি। বুধবার রাজধানীতে রবি কর্পোরেট অফিসে অপারেটরটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে এবং এসএসএল ওয়্যারলেসের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি
×