ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন নালিশী দলে পরিণত হয়েছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি এখন নালিশী দলে পরিণত হয়েছে ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। রাজনীতি বাদ দিয়ে বিএনপি এখন একটি নালিশী দলে পরিণত হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়, এটা তাদের সমস্যা। তিনি বৃহস্পতিবার গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জয়দেবপুর থকে এয়ারপোর্ট পর্যন্ত র‌্যাপিড বাস ট্রানজিট প্রকল্পটি কনসালটেন্সি ফার্মের কারণে আটকে ছিল। সে জটিলতার নিরসন হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে জয়দেবপুর-বিমানবন্দর র‌্যাপিড বাস ট্রানজিট প্রকল্পের কাজ ফিজিক্যালি শুরু হবে। জয়দেবপুর-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের টুকিটাকি কাজ বাকি রয়েছে। তা শেষ করার পর আগামী মে মাসের মধ্যে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। মন্ত্রী এ সময় বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন, আমরা আওয়ামী লীগ দখলের প্রকল্প চালু করেছি। আমি তাকে পাল্টা প্রশ্ন করছি আমরা যদি দখলই করি, নির্বাচনের ফল ছিনতাই করি তাহলে ঠাকুরগাঁয়ে আপনার (মির্জা ফখরুল) ভাই বিএনপি থেকে কিভাবে পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন? বিএনপি ৩০টির মতো পৌরসভায় নির্বাচিত হয়েছে। তাহলে কি তারাও সেগুলোতে দখল করে জয়ী হয়েছে? পৌর নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কোন নির্বাচনে দখল করে জয়লাভ করেনি। গেল পৌর নির্বাচন মোটামুটি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। এটা দেশে বিদেশে সবাই স্বীকার করেছে। আমরা তার চেয়েও ভাল ইউপি নির্বাচন করতে চাই। তিনি বলেন, এক সঙ্গে ৫০-১০০ বছরের পরিকল্পনা হাতে নিয়ে আমাদের এদেশের রাস্তাঘাট নির্মাণ করা উচিত। যাতে রাস্তাগুলো সাসটেইনেবল হয়, বার বার ওইসব পরিবর্তন করতে না হয়। সেই চিন্তা মাথায় রেখে প্ল্যানওয়েতে সেগুলো ভবিষ্যতে করব। মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, আমার একটা দুঃখ, আমি এ পর্যন্ত অনেক ফুটওভার ব্রিজ করেছি। শতাধিক ফুটওভার ব্রিজ শুরু করে শেষ করেছি। এসব করার আগে প্রত্যেকেরই দাবি থাকে এসব না করলেই নয়। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবির ব্যাপারে তারা যতটা উচ্চকিত, কিন্তু ব্যবহারের ব্যাপারে আমি অনেকের মধ্যে একটা আলস্য ও অনাগ্রহ দেখতে পাই। সড়ক-মহাসড়ক দখল করা হলে লেন বাড়িয়ে কোন লাভ নেই। সড়ক ব্যবহারের মানসিকতা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।
×