ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহিউদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের ১৬ থানায় জিডির আবেদন এমপি লতিফের

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

মহিউদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের ১৬ থানায় জিডির আবেদন এমপি লতিফের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের লালদীঘি মাঠের জনসভা থেকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সিএমপির ১৬ থানায় জিডির আবেদন করেছেন সংসদ সদস্য এমএ লতিফ। এতে তিনি মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের প্রকাশ্যে হুমকির কারণে জীবননাশের আশঙ্কা করছেন বলে উল্লেখ করেন। এমএ লতিফ এমপি জিডির বিষয়ে বলেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী জনসভায় বক্তব্যের মাধ্যমে তার উপর হামলার জন্য সরাসরি অনুসারীদের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমি সিএমপির ১৬ থানাকে লিখিতভাবে তা অবহিত করলাম। সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল এ প্রসঙ্গে বলেন, এমপি এমএ লতিফের পক্ষ থেকে জিডির কপি পেয়েছি। যাচাইবাছাই করে যথাযথ সিদ্ধান্ত নেয়া হবে। জিডিতে বলা হয়, ‘মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যুব সমাজ কিংবা ব্যক্তি বিশেষ আমাকে আক্রমণ করতে পারে। এতে আমার মৃত্যুও হতে পারে। আমার মৃত্যুর জন্য তাকে অর্থাৎ মহিউদ্দিন চৌধুরীকে হুকুমের আসামি করার জন্যও তিনি ঘোষণা দেন। তিনি তার বক্তব্যে এনএসআই, ডিজিএফআই ও সাংবাদিকসহ সবাইকে সাক্ষী রেখে আরও বলেন, যে কোন সময় চট্টগ্রামে আমার উপর হামলা হতে পারে। সে হামলায় আমার মৃত্যু হতে পারে বলে তিনি ঘোষণা দেন। মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের এ জাতীয় প্রকাশ্য হুমকির প্রেক্ষিতে তাদের দ্বারা আমি আমার জীবননাশের আশঙ্কা করছি।’ হত্যার নির্দেশনা দিয়ে মহিউদ্দিন চৌধুরী তার অনুসারীদের লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ আনেন সংসদ সদস্য এমএ লতিফ। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ পূর্তি উৎসব ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে সংসদ সদস্য এমএ লতিফের নামে বেশকিছু ফেস্টুন সাঁটানো হয়। এর একটি ছবিতে জাতির জনক বঙ্গবন্ধুর ছবির মুখম-লের সঙ্গে শরীরের অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে আওয়ামী লীগের একাংশ। বিশেষ করে এবিএম মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীরা কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বঙ্গবন্ধুর ছবির অবমাননার অভিযোগে এমএ লতিফের শাস্তি দাবি করেন। পরে বিকৃত ওই ফেস্টুনের সকল দায়দায়িত্ব স্বীকার করে নেন মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত প্রেসের গ্রাফিকস ডিজাইনার ও দুই কর্মচারী।
×