ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

যুবকের মৃতদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ ফেব্রুয়ারি ॥ নিখোঁজের পাঁচ দিন পর ঝিনাইদহের মহেশপুরে আকিমুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার গোপালপুর গ্রামের আনু মেল্লার ছেলে। গত ১৪ ফেব্রুয়ারি একটি পালসার মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে বের হন। এর পর থেকে আকিমুল ইসলাম নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে সেজিয়া গ্রামের মাঠে গমক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলকাবাসী পুলিশে খবর দেয়। ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ॥ উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়। গাইবান্ধা সদর উপজেলার নদী ভাঙ্গা ৮টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৮০ জন মানুষের মধ্যে প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ সময় উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল মমিন খান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন প্রমুখ। শনি মন্দিরে চুরি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধা শহরের শ্রী শ্রী শনি মন্দিরে বুধবার গভীর রাতে চুরি হয়েছে। চোর মন্দিরের তালা খুলে শনি দেবতার মূর্তি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে বলে মন্দিরের পুরোহিত শংকর চক্রবর্তী জানিয়েছেন। চোর মন্দিরের সঙ্গে লাগানো পুরোহিতের বাড়ির পেছন দিক থেকে প্রবেশ করে। এর পর তারা ওই বাড়ির সকল দরজার ছিটকানি লাগিয়ে দেয়। পরে সুকৌশলে মন্দিরের তালা খুলে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৮ ফেব্রুয়ারি ॥ ভালুকা উপজেলার ভরাডোবা মাঠেরচরা জাবালে নূর কওমী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে এক হাজার ৫শ’ গরিব নারী-পুরুষ ও শিশুর ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার। মেডিক্যাল ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রশিদ। আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৮ ফেব্রুয়ারি ॥ লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকায় চোরের হামলায় আহত টনিক শেখ (৩৫) মারা গেছেন। বুধবার রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। টনিক মশাঘুনির নূর ইসলামের ছেলে। গত ৫ ফেব্রুয়ারি রাতে চোর তাদের ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বাড়ির লোকজন চোরদের ধরতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে টনিককে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। কার্গোর ধাক্কায় জেলের মৃত্যু সংবাদদাতা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১৮ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার সকালে নবীনগরের মেঘনা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে রোবেল (১৮)। স্থানীয়রা জানায়, নৌকাযোগে মেঘনা নদীতে মাছ ধরার সময় শান্তিপুরে পেছন থেকে আসা মালবাহী কার্গো ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মেয়রের কক্ষ ভাংচুরের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৮ ফেব্রুয়ারি ॥ চুয়াডাঙ্গা পৌর মেয়রের অফিসকক্ষ বার বার ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভার সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের পর ২৪ জানুয়ারি শপথ গ্রহণ করি। ওই রাতে কে বা কারা পাথর ছুড়ে মেয়রের অফিসকক্ষের জানালা ভাংচুর করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নতুন গ্লাস লাগানোর পর আবারও ২৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ও সর্বশেষ গত ১৫ ফেব্রয়ারি আবারও ভাংচুর করা হয়েছে। তিনি দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। অনুষ্ঠানে পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৮ ফেব্রুয়ারি ॥ কুমিল্লার তিতাস উপজেলায় একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামুন ডাকাতকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ উপজেলার মাছিমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মতিন মিয়ার ছেলে। জাটকা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ ফেব্রুয়ারি ॥ কলাপাড়ায় পাঁচ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আন্ধারমানিক নদীর লালুয়া লঞ্চঘাট সংলগ্ন রাঙ্গাবালি-কলাপাড়া নৌ-রুটের মেসার্স হক এন্টারপ্রাইজ লঞ্চ থেকে এ পরিমাণ জাটকা আটক করা হয়। আটককৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের বিলিয়ে দেয়া হয়। বাল্যবিয়ে ॥ বর কারাগারে নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরে বাল্যবিয়ের অভিযোাগে জাফর নামের (১৮) তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত। এ সময় বরের পিতা মোঃ হানিফ এবং কনের পিতা নুরুল ইসলামকে আটক করে জরিমানা আদায় করা হয়। বুধবার রাতে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সমর কান্তি বসাক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ রায় দেন। আসামি গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ পাতিল চুরির অভিযোগে শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর কিশোর আলম (১৬) হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিবাড়ী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও আব্দুর রহিদ, আমির হামজা, আব্দুল মালেক, শাহিনা বেগম, খোরশেদা বেগম প্রমুখ। তারা ঘটনার প্রায় ৬ মাস পরও ওই মামলার কোন আসামি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে আসামিরা দ্রুত গ্রেফতার না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও জানান। প্রতিষ্ঠাবার্ষিকী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার বেলা ১১টায় সংগঠন কার্যালয়ে উদ্যাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে শুভেচ্ছা সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ, আনন্দ বাজার পত্রিকার পশ্চিমবঙ্গের সাংবাদিক ও লেখক নন্দিতা আর্চয চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাসিন উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ। এ্যাওয়ার্ড প্রদান নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ ফেব্রুয়ারি ॥ কারখানায় উৎপাদনে বিশেষ অবদান রাখায় আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তাদের এওয়ার্ড প্রদান করেছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানাধীন নিশিচন্তপুর এলাকায় অবস্থিত ‘অনন্ত গার্মেন্টস’-এর ৪৫ কর্মকর্তাকে এওয়ার্ড প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ‘অনন্ত এওয়ার্ড’ প্রদান করেন অনন্ত গার্মেন্টসের চেয়ারম্যান আমিনুল হক খান। উৎপাদনে বিশেষ অবদান রাখায় এওয়ার্ড পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তারা। এ সময় বিশেষ অতিথি ছিলেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল করিম সুমন, পরিচালক (উৎপাদন) কায়ছার হোসেন, সহ-পরিচালক সাহারা নাফিসা কাকলী, জেনারেল ম্যানেজার জাকিউল আলমসহ আরও অনেকে। পল্লীবিদ্যুত সমিতির সম্মেলন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুত সমিতির সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার সিপাহিপাড়ায় মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির মাঠের এই ৯ম বার্ষিক সদস্য সভায় সমিতির নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা। সদস্য সচিব হয়েছেন সামছুল হক। প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৃণাল কান্তি দাস এমপি। জাকির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম ও সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মাহবুব রহমান প্রমুখ।
×